Logo

বিনোদন

দুধ দিয়ে গোসল করে স্ত্রী রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৪

দুধ দিয়ে গোসল করে স্ত্রী রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও সংবাদের শিরোনামে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে দুধ দিয়ে গোসল করার পর স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন তিনি।

ঘটনার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি আজ রিয়াকে মৌখিকভাবে তালাক দিয়েছি। ডিভোর্সের কাগজপত্র উকিলের মাধ্যমে তৈরি করেছি। তিন মাসের মধ্যে কোর্টের মাধ্যমে রিয়া তালাকের কাগজ পাবে।’

তিনি আরও যোগ করেন, ‘আর যদি কোনোদিন রিয়াকে বউ দাবি করে মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’

এর আগে, একই দিন সকালে হিরো আলম ফেসবুকে লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাবনগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।’

এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় ঘটনাটি।

তালাকের পর নতুন করে বিয়ে করার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে হিরো আলম বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা ওদের মানুষ করতে পারবো না। আগে দুইটা বিয়ে করেছি, কিন্তু তারা আমাকে ব্যবহার করেছে স্টার হওয়ার জন্য। তারা মুখে বলেছিল আমার সন্তানের মা হবে, কিন্তু মনে ছিল অন্য চিন্তা।’

তিনি আরও বলেন, ‘সংসার করতে চেয়েছিলাম, কিন্তু মিথ্যার কারণে সংসার টেকেনি।’


ডিআর/এসএসকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর