Logo

বিনোদন

বিচ্ছেদ হয়নি, রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম : মাহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:২৯

বিচ্ছেদ হয়নি, রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম : মাহি

বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে দেখা যায়নি এই তারকা দম্পতিকে। তবে সম্প্রতি রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন মাহি।

ছবিটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে গুঞ্জন— তাহলে কি আবার এক হচ্ছেন মাহি-রাকিব? তবে মাহির বক্তব্য পরিষ্কার, ‘আমাদের ডিভোর্স হয়নি।’

এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।’

এর আগে এক বছর আগে মাহি জানিয়েছিলেন, সম্পর্কের দূরত্বের কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সে সময় তিনি বলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছিলাম, কিন্তু কাজ হচ্ছিল না। তাই বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছিল। রাকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান বাবা।’

তবে এখন মাহির বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘সে সময় আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’

গত সোমবার রাতে মাহি তার ফেসবুকে স্বামী ও ছেলেকে নিয়ে দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন— “মাশা আল্লাহ 💖”

এক ঘণ্টা আগেই একই ছবি শেয়ার করেছিলেন রাকিব সরকারও।

ছবিটি নিয়ে মাহি ব্যাখ্যা দেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করিনি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে— তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’

উল্লেখ্য, ২০১৬ সালে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। সেই সংসার টিকেছিল পাঁচ বছর। পরবর্তীতে ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। দেড় বছর আগে বিচ্ছেদের ঘোষণা দিলেও এখন বোঝা যাচ্ছে— সম্পর্ক এখনও টিকে আছে।

এদিকে মাহিকে নিয়ে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অন্তর্যামী’ নামের নতুন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মাহি।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন মাহিয়া মাহি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর