যাদের আপন ভাবি, তারা আসলে বিষধর সাপ: কাদেরকে বললেন পূর্ণিমা!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:২৪
-68f4bc68c1fd3.jpg)
দীর্ঘদিন অভিনয়জগৎ থেকে দূরে থাকলেও চিত্রনায়িকা পূর্ণিমা এখনো রয়ে গেছেন আলোচনার কেন্দ্রে। নতুন সিনেমা বা নাটকে না থাকলেও, তার একটি স্ট্যাটাসেই যেন ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রোববার নিজের ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’
অভিনেত্রীর এই স্ট্যাটাসে মিশে আছে অভিমান, বেদনা আর জীবনের তিক্ত অভিজ্ঞতা। তিনি আরও লেখেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’
পূর্ণিমার এমন দার্শনিক ভঙ্গির স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে। কেউ লিখেছেন, ‘পূর্ণিমা আপু, আপনার কথাগুলো জীবনের কঠিন বাস্তবতা।’
আরেকজন মন্তব্য করেন— ‘এই কথাগুলো শুধু আপনার নয়, আমাদের সবার অভিজ্ঞতা।”
স্ট্যাটাসের শেষে পূর্ণিমা লেখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন উপস্থাপনায় নিজের অবস্থান পোক্ত করেছেন পূর্ণিমা। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি খুব কমই ব্যক্তিগত কিছু শেয়ার করেন। তাই তার এমন আত্মমুখী ও দার্শনিক পোস্টকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা— কার উদ্দেশে এমন বার্তা দিলেন নায়িকা?
ডিআর/এসএসকে