
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতের রাজনীতিক রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। বিয়ের দুই বছরের মাথায় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। রোববার (১৯ অক্টোবর) সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি মা হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ এক বিবৃতিতে পরিণীতি ও রাঘব নিজেদের আনন্দের খবরটি জানিয়েছেন। সেখানে তারা লিখেছেন, ‘অবশেষে সে এসে গেছে! আমাদের ছোট্ট ছেলেকে পেয়ে আমরা যেন নতুন জীবনে পা রাখলাম। এখন আমাদের জীবন সম্পূর্ণ।’
তবে নবজাতকের নাম এখনও জানানো হয়নি। পরিণীতি ও রাঘবের এই সুখবর ছড়িয়ে পড়তেই বলিউড অঙ্গনে শুভেচ্ছার বন্যা বইছে। অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ অসংখ্য তারকা এবং ভক্তরা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে শনিবার অন্তঃসত্ত্বা পরিণীতিকে মুম্বাই থেকে দিল্লিতে রাঘব চাড্ডার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে নয়াদিল্লিতে আনুষ্ঠানিক বাগদান সেরেছিলেন এই জুটি। একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের রাজকীয় লীলা প্যালেসে পরিণীতি-রাঘবের বিয়ে হয়। গত আগস্টে দুজনই প্রকাশ্যে জানিয়েছিলেন, তারা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন। আজ সেই প্রতীক্ষার অবসান— দম্পতির জীবনে এসেছে নতুন আনন্দ, নতুন সূর্য।
ডিআর/এসএসকে