Logo

বিনোদন

হিরো আলমের দুধ দিয়ে গোসল : রিয়ামণি বললেন ‘আমার কোনো অভিযোগ নেই’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

হিরো আলমের দুধ দিয়ে গোসল : রিয়ামণি বললেন ‘আমার কোনো অভিযোগ নেই’

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ হিরো আলম আবারও আলোচনার কেন্দ্রে। নিজের স্ত্রী রিয়া মনিকে তিন তালাক দেওয়ার পর শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন তিনি।

হিরো আলম জানান, তিনি রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন এবং এর আইনি কাগজপত্রও তার আইনজীবী প্রস্তুত করেছেন। আলম বলেন, ‘তিন মাসের মধ্যে কোর্টের মাধ্যমে রিয়া মনির হাতে তালাকের কাগজ পৌঁছে যাবে।’

নিজের এই পদক্ষেপের কারণ জানাতে গিয়ে হিরো আলম বলেন, ‘রিয়া মনি আমাকে হত্যার চেষ্টা করেছে, পরকীয়ায় জড়িয়েছে। তাই আমি সম্পর্ক ছিন্ন করেছি। এখন দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করছি।’

এই ঘটনাকে ঘিরে চারপাশে ভিড় করেন কৌতূহলী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকজন নারী ভক্ত দুধ নিয়ে আসেন হিরো আলমের জন্য, যা দিয়েই তিনি গোসল করেন বলে জানা গেছে।

অন্যদিকে, রিয়া মনি পুরো বিষয়টি নিয়ে শান্ত অবস্থান নিয়েছেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘হিরো আলম যা ভালো মনে করেছে, সে তাই করেছে। আমার কোনো অভিযোগ নেই। আমি চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে, কিন্তু পারিনি।’

হিরো আলমের আনা অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অভিযোগ করাটা তার অধিকার। তবে সেটা প্রমাণ দিতে হবে। আমি এখন কিছু বলতে চাই না, প্রয়োজনে আদালতে বলব।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই হিরো আলম ও রিয়া মনির সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে জোর আলোচনা চলছিল। একসময় প্রেম ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই জুটি এখন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটলেন।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন হিরো আলম রিয়া মনি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর