Logo

বিনোদন

বলিউডের কিংবদন্তি কমেডিয়ান আসরানির মৃত্যু, শোকে চলচ্চিত্র অঙ্গন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৫:৫৬

বলিউডের কিংবদন্তি কমেডিয়ান আসরানির মৃত্যু, শোকে চলচ্চিত্র অঙ্গন

ভারতের কিংবদন্তি কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুম্বাইয়ের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাতিজা অশোক আসরানি। জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বিশেষ করে ফুসফুসে পানি জমে যাওয়ায় সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

দীর্ঘ পাঁচ দশক জুড়ে হিন্দি সিনেমায় রাজত্ব করেছেন আসরানি। থিয়েটার থেকে বড় পর্দায় এসে নিজস্ব কৌতুক ভঙ্গিতে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। ‘শোলে’ সিনেমার বিখ্যাত জেলর চরিত্রে তার অভিনয় আজও ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অমর হয়ে আছে।

রাজস্থানের জয়পুরে জন্ম নেওয়া আসরানি তরুণ বয়সে অভিনয়ের নেশায় পাড়ি জমান মুম্বাইতে। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময় থেকে হিন্দি চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। একসময় পার্শ্ব চরিত্রে থেকেও তার অভিনয়ের গভীরতা ও টাইমিংয়ের কারণে সমান জনপ্রিয়তা পান প্রধান চরিত্রদের মতোই।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য ও পরিচালনায়ও দক্ষতা দেখিয়েছেন আসরানি। ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চলে মুরারি হিরো বননে’ ছবিতে তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও চিত্রনাট্য রচনাও করেছিলেন। এরপর ১৯৭৯ সালে ‘সালাম মেমসাব’ সিনেমাটিও পরিচালনা করেন তিনি।

তার জনপ্রিয় কাজের তালিকায় রয়েছে চুপকে চুপকে, মেরে আপনে, বাওয়ারচি, আমার প্রেম, শরাফত কি দোকানদারি, ভুল ভুলাইয়াসহ বহু সুপারহিট সিনেমা।

হাস্যরসের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করা এই কিংবদন্তির প্রস্থান নিঃসন্দেহে বলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীপাবলির উৎসবের আলোয় মিলিয়ে গেলেন হাসির সেই জাদুকর— আসরানি।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর