Logo

বিনোদন

‘গিফট নিয়ে প্রতারণা!’ নারী উদ্যোক্তার অভিযোগে মুখ খুললেন তিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২১:৩৭

‘গিফট নিয়ে প্রতারণা!’ নারী উদ্যোক্তার অভিযোগে মুখ খুললেন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যিনি সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখছেন ‘সোলজার’ সিনেমার মাধ্যমে, এবার এক নতুন বিতর্কে জড়ালেন তিনি।

এক নারী উদ্যোক্তা অভিযোগ করেছেন, প্রমোশনের বিনিময়ে শাড়ি নিলেও প্রতিশ্রুতি রক্ষা করেননি তিশা। ওই উদ্যোক্তার দাবি, তানজিন তিশা জানুয়ারি মাসে তার অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করে একটি জামদানি শাড়ি পছন্দ করেন। চুক্তি ছিল— শাড়িটি উপহার হিসেবে দেওয়া হবে, আর বিনিময়ে অভিনেত্রী সেটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচার করবেন।

তবে প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও সেই প্রমোশন আর করা হয়নি বলে অভিযোগ করেন উদ্যোক্তা।

ঘটনা ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকে সমালোচনায় মুখর হলেও, এবার হাস্যরসের ছলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তানজিন তিশা।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

তিশার এই মন্তব্যে কেউ কেউ সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ তার বক্তব্যকে অহংকার হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তানজিন তিশা। পরে নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এখন বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় এই অভিনেত্রী।

বিতর্ক নতুন কিছু নয় তার জীবনে, তবে এবার অভিযোগের জবাবে তিশা যে রসিক ভঙ্গিতে নিজের বক্তব্য রেখেছেন, তাতে স্পষ্ট— তিনি বিতর্কে নয়, আলোচনাতেই থাকতে জানেন।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন তানজিন তিশা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর