Logo

বিনোদন

‘শাকিব খান চোরের মতো শুটিং সেটে বসে থাকতো’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৪:২৪

‘শাকিব খান চোরের মতো শুটিং সেটে বসে থাকতো’

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এখন নানা কারণেই আলোচনায়। কখনো ব্যক্তিজীবন আবার কখনো সিনেমা নিয়ে। এবার শাকিব খানের শুরুর দিকের আচরণ নিয়ে কথা বললেন গুণী অভিনেত্রী ডলি জহুর। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডলি জহুর শাকিব খানকে নিয়ে স্মৃতিচারণ করেন।


ডলি জহুর বলেন, ‘শুরুর দিকে শাকিব খান শুটিং সেটে খুব চুপচাপ থাকতো। একদম চোরের মতো মাথা নিচু করে চুপচাপ বসে থাকতো। কারও সঙ্গে কথা বলতো না।’

শাকিবকে উপদেশ দেওয়ার কথা জানিয়ে ডলি জহুর বলেন, ‘আমি শাকিবকে চুপচাপ বসে থাকতে দেখে ওকে বলতাম- তুই এমন চুপচাপ বসে থাকিস কেন? তুই হিরো, হিরোর মতো থাকবি। সবার সঙ্গে মিশবি, কথাবার্তা বলবি।’

ডলি জহুর আরও বলেন, ‘বেশিরভাগ সময় শাকিব খান দরজা বন্ধ করে বসে থাকতো, কারও সঙ্গে মিশত না। অবশ্য সে সময় শাকিব খানের সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টও থাকতো।’

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান। এই সিনেমায় শাকিবের সঙ্গে কাজ করেন ডলি জহুর। এরপর ‘দুই পৃথিবী’সহ আরও বেশকিছু সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করেছেন ডলি জহুর।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন শাকিব খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর