২৯ বছর পর সালমান শাহ’র ‘ইস্কাটন প্লাজা’ ফ্ল্যাটে পুলিশ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:১৬
-68fa0e910be01.jpg)
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিয়েছে তার মৃত্যু রহস্য। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। সেই ধারাবাহিকতায় ২৯ বছর পর আবারও পুলিশের পদচারণা রাজধানীর ইস্কাটন প্লাজার সেই ফ্ল্যাটে, যেখানে চিরবিদায় নিয়েছিলেন প্রজন্মের প্রিয় নায়ক।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সেই ফ্ল্যাট থেকেই সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সিলগালা অবস্থায় ছিল জায়গাটি। বর্তমানে সেখানে বাড়ির মালিক বসবাস করছেন। তবে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রমনা থানার একদল তদন্ত কর্মকর্তা ফ্ল্যাটটিতে প্রবেশ করে ঘুরে ঘুরে পুরো ভেতরের গঠন ও অবস্থান পর্যবেক্ষণ করেন।
তদন্ত দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা আদালতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফ্ল্যাটের গঠন, কক্ষগুলোর অবস্থান ও সম্ভাব্য ঘটনার প্যাটার্ন যাচাই করা হয়েছে। পুরোনো কিছু রেকর্ডও সংগ্রহের চেষ্টা চলছে।’
এর আগে সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অভিযুক্ত হিসেবে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হওয়ার পর রমনা থানার তদন্ত দল তা হাতে নিয়েছে বলে নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।
সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেন, ‘আমার ভগ্নিপতি, সালমান শাহর বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তিনি সারাজীবন চেষ্টা করেছেন এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তর করতে। কিন্তু পারেননি। আজ এত বছর পর আমরা ন্যায়বিচারের আলো দেখতে চাই।’
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মৃত্যু রহস্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সালমান শাহর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত নানা তত্ত্ব, জল্পনা ও বিতর্ক ঘিরে রেখেছে ঘটনাটিকে। এবার আদালতের নির্দেশে নতুন করে শুরু হওয়া তদন্ত কি পারবে সত্য উদঘাটন করতে—এ প্রশ্নই এখন দেশজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।
ডিআর/এসএসকে