আনন্দ-বেদনা, দুঃখ-কষ্ট সব কিছু নিয়েই আজকের এই জীবন : পরী মণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:৪২
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি মানেই উৎসবের আমেজ। নিজের জন্মদিনে প্রতিবছরই জমকালো আয়োজন করে আলোচনায় থাকেন তিনি। তবে গত তিন বছর ধরে সেই জৌলুস দেখা যায়নি— একেবারে ঘরোয়া পরিসরেই কেটেছে দিনটি।
কিন্তু এ বছর জন্মদিন ঘিরে দেখা গেল অন্যরকম এক পরীকে। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবিগুলো— আর সেখানেই দেখা গেল তাঁর পাশে এক তরুণ, নাম অর্ক।
ছবি প্রকাশের পর থেকেই নেটিজেনদের কৌতূহল— কে এই অর্ক?
অবশেষে নিজের ফেসবুক পেজে বিষয়টি পরিষ্কার করেছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘অর্ক একজন মেকআপ আর্টিস্ট। কাজের সূত্রে আমাদের পরিচয়। ও ঢাকায় একাই থাকে, আর আমাদের বাসাও কাছাকাছি। খুব ভালো রান্না করে, মাঝেমধ্যে ওর রান্না খাই।’
তিনি আরও যোগ করেন, ‘ওর ছোট ছোট আবদার থাকে, তেমনি এক আবদারে ওর বাসায় যাই। গিয়ে দেখি, কেক রেডি! বুঝলাম, আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে।’
পোস্টের শেষে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমনি এবং লেখেন, ‘এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।’
এদিকে জন্মদিনের দিনটা কাটাচ্ছেন দেশের বাইরে। বর্তমানে রয়েছেন মালয়েশিয়ায়। সেখান থেকেই নিজের জন্মদিনে (২৪ অক্টোবর) পরীমনি নিজের ভ্যারিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন। Happy birthday myself!’
কাজের দিক থেকে, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তাঁর নতুন ছবি ‘ডোডোর গল্প’।
ডিআর/এসএসকে

