রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করে দোয়া চাইলেন সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২০:১১
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সাম্প্রতিক সময়ে কাজের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও সমান আলোচনায়। ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘উৎসব’-এ তার অসাধারণ অভিনয় দর্শক-সমালোচক সবার মন কেড়েছিল। পাশাপাশি তিনি নিয়মিত কাজ করছেন নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও।
তবে কিছুদিন ধরেই তার সঙ্গে নির্মাতা রেদওয়ান রনি’র প্রেমের গুঞ্জন বিনোদন অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। এতদিন এ নিয়ে দু’জনই নীরব ছিলেন। কিন্তু এবার সাদিয়া আয়মান নিজেই মুখ খুললেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় উপস্থাপক তাকে একটি কাচের জার থেকে প্রশ্ন তুলতে বলেন। প্রশ্নটি ছিল— ‘রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন কি সত্যি?’
প্রশ্ন শুনে কিছুটা লজ্জিত ভঙ্গিতে হেসে সাদিয়া বলেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’
উপস্থাপক আবার জানতে চান, ‘মানে, সম্পর্কটা সত্যি?’ উত্তরে অভিনেত্রী হেসে বলেন, ‘আমি তো ব্লাশ করছি— এতেই বোঝা যাচ্ছে না?’
তিনি আরও যোগ করেন, ‘এটা এমন কিছু না, যা জোরে ঘোষণা দিতে হয়। মানুষ যেমন ভাবছে, তেমনটাই ভাবুক— আমারও ভালো লাগে।’
সাদিয়া জানান, ভবিষ্যতে কী হবে, তা কেবল আল্লাহই জানেন। আমরা শুধু চেষ্টা করতে পারি— সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকি।
যদিও সাদিয়া আয়মান খোলামেলা ভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন, তবে রেদওয়ান রনি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ডিআর/এসএসকে

