Logo

বিনোদন

ফেসবুকে জায়েদ খানের বিয়ের ছবি : সত্যিই কি বিয়ে করলেন জায়েদ খান!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৪৮

ফেসবুকে জায়েদ খানের বিয়ের ছবি : সত্যিই কি বিয়ে করলেন জায়েদ খান!

ঢালিউডের জনপ্রিয় নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার বিয়ের সাজে তোলা এক ছবি, যেখানে বর-কনের পোশাকে দাঁড়িয়ে আছেন জায়েদ খান।

ছবিটি পোস্ট করেছেন অভিনেতা শ্রাবণ শাহ। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “Zayed Khan, অভিনন্দন ভাইয়া, দাম্পত্য জীবন সুখের হোক।”


ছবিতে দেখা যায়, জায়েদ খান সাদা রঙের ঐতিহ্যবাহী শেরওয়ানিতে বর সাজে দাঁড়িয়ে আছেন। পাশে কনে বিয়ের গর্জিয়াস পোশাকে, আর দু’পাশে উপস্থিত রয়েছেন কয়েকজন নারী অতিথি।

ছবি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন— সত্যিই কি বিয়ে করেছেন জায়েদ খান? নাকি এটি কোনো নাটক বা ফটোশুটের দৃশ্য?

এ বিষয়ে এখনো জায়েদ খান নিজে কিংবা তার ঘনিষ্ঠ কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে শ্রাবণ শাহ বাংলাদেশের খবরকে জানালেন তিনি মজা করেই পোস্টটি করেছেন।

তবে শ্রাবণ শাহ মজা করলেও তার সেই পোস্টে অনেকেই জায়েদকে অভিনন্দন বার্তা দিচ্ছেন সঙ্গে এটি ঘিরে চলছে নেটিজেনদের নানামুখী মন্তব্যও।

এ বিষয়ে জানতে জায়েদ খানের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি মেসেজ সিন করেননি। তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এটি মূলত একটি ব্রাইডাল ফটোশুটের ছবি। যুক্তরাষ্ট্রের মিশিগানে এই শো’টি অনুষ্ঠিত হয়। আরও জানা যায়, জায়েদ খানের পাশে বধূ বেশে দাঁড়ানো নারীটি আর কেউ নন, তিনি চিত্রনায়িকা মাহিয়া মাহি।  


উল্লেখ্য, এর আগে জায়েদ খানকে ঘিরে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও তিনি সবসময় ব্যক্তিগত জীবন নিয়ে মুখ বন্ধই রেখেছেন।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন জায়েদ খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর