নাটক জগতের উঁচু পারফর্মার মেহজাবীন চৌধুরীকে নিয়ে আবারও গুঞ্জন শোরগোল বাড়িয়েছে— তথ্য মিলেছে, জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’-এ নায়িকার আসনে থাকতে পারেন তিনি। গত কয়েক দিন ধরে ছবিটি ঘিরে নানা কল্পনা-অনুমান ছড়িয়ে পড়েছে; বিশেষত পূজা চেরীর নাম আগে শোনা গেলেও এখন চলছে ‘পূজা বাদ, মেহজাবীন ইন’—ধাঁচের জল্পনা।
নাটকের শীর্ষ ক্যারিয়ারে উঠে অনেকটা হুট করেই যেন ছুটি নিলেন মেহজাবীন। যেটা করা প্রায় অসম্ভব ছিলো। মেহজাবীন দেখালেন অমন উঁচু থেকেও সিনেমায় ঝাঁপ দেওয়া যায়। দিয়েছেন। পেয়েছেন সফলতা। যদিও সেটি বাণিজ্যিক নয়, উৎসবকেন্দ্রিক। ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নিয়ে তিনি ঘুরেছেন বিশ্বের নামকরা বেশ ক’টি উৎসব। যেমনটা ঘোরা হয়নি তার নাটকের ২০ বছরের ক্যারিয়ারেও!
তবে হতাশার কথা ছিলো, পর পর অথবা প্রায় একসঙ্গে দুই সিনেমা প্রকাশের পর মেহজাবীন যেন বিয়ে করে খানিকটা থমকে গিয়েছিলেন। অনেকেই মনে মনে ভেবে সুখ কিংবা অসুখ পাচ্ছিলেন, মৌ-বিপাশাদের পথ ধরে মেহজাবীন বুঝি সংসারে ঢুকে পড়লো! তার আর হাঁটা হলো না বুঝি জয়ার পথ ধরে!
সেসব ভুল প্রমাণ করে উল্টো গুঞ্জনের জন্ম দিলেন তৃতীয় সিনেমায় এসে। জোর গুঞ্জন তার নতুন সিনেমার নাম ‘দম’। যাতে তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন মোশাররফ করিম ও আফরান নিশোর মতো অভিনেতাদের।
অস্বস্তির বিষয় এই যে, একই সিনেমায় এর আগে শোনা যাচ্ছিলো পূজা চেরীর নাম। ফলে চলমান গুঞ্জনের নতুন পাখা, তবে কি পূজা আউট মেহজাবীন ইন? কোনও গুঞ্জন কিংবা প্রশ্নেরই জবাব মিলছে না সংশ্লিষ্টদের কাছ থেকে। তবে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন, মেহজাবীনই হতে যাচ্ছেন রেদওয়ান রনির ‘দম’!
১০ বছর পর যে নির্মাতা সিনেমায় ফিরছেন, তার জন্য মেহজাবীন চৌধুরীর মতো অভিনেত্রী জরুরি বটে। বলছেন অনেকেই। এমনও হতে পারে, মেহজাবীনের কারণে বাদ পড়ছেন পূর্ব নির্ধারিত পূজা চেরী! আর সেই তথ্য যদি মুখ ফসকে বের করেন পূজা, তবে গোলমাল বাঁধবে সিনেমার মণ্ডপে। এটিও প্রায় নিশ্চিত। আর এসবের সমাধান হতে পারে অদ্য (২৯ অক্টোবর) বিকাল নাগাদ, প্রকাশ্যে। রাজধানীর গুলশানে অনুষ্ঠিতব্য ‘দম’-এর আনুষ্ঠানিক মহরত। সেখানে সিনেমাটি নিয়ে ওঠা সকল গুঞ্জনের জবাব দিবেন রনি ও তার দল। সঙ্গে মুক্তির পরিকল্পনাও।
প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এর আগে এই তিন প্রতিষ্ঠান মিলে বানিয়েছে, ‘সুড়ঙ্গ’, ‘দাগী’ ও ‘তুফান’। এবার যুক্ত হচ্ছে ‘দম’।
রেদওয়ান রনি আগেই জানিয়েছেন, ‘‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। আমি এমন একটি চরিত্র খুঁজছিলাম, যার ভেতরের শক্তি দর্শককেও নাড়া দেবে। এই সিনেমায় সেই অনুপ্রেরণার গল্প বলবো।’’
গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং প্রস্তুতি। বাংলাদেশ ছাড়াও, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে এর দৃশ্যধারণ। রেদওয়ান রনির এটি তৃতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘চোরাবালি’ (২০১২)-তে তিনি জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর নির্মাণ করেন ‘আইসক্রিম’ (২০২৬)। এবার আসছেন ‘দম’ (২০২৬) নিয়ে।
ডিআর/এসএসকে

