Logo

বিনোদন

বাংলাদেশি সিনেমায় তামান্না ভাটিয়া? যা বললেন অনন্য মামুন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৬:২১

বাংলাদেশি সিনেমায় তামান্না ভাটিয়া? যা বললেন অনন্য মামুন

জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন এবার নতুন এক অ্যাকশনধর্মী প্রজেক্ট নিয়ে হাজির হতে চলেছেন। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া-র সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের কাজের বাস্তবতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি।

মামুন লিখেছেন, ‘তামান্না ভাটিয়া। এত বড় শিল্পী হওয়ার পরেও কোনও অহংকার নেই। বাংলাদেশে যদি কোনও নতুন পরিচালক ছবি বানাতে চায়, সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না। কারণ আমাদের এখানে এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেমটা চালু হয়নি। ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা। আপনি এজেন্সিকে ইমেইল করেন, আপনার প্রজেক্ট প্ল্যানটা বলে দেন, তারা আর্টিস্টের সাথে যোগাযোগ করে আপনার সবকিছু ইজিতেই করে দেবে।’

তার এই বক্তব্য থেকে ইঙ্গিত মেলে, অনন্য মামুন সম্প্রতি ভারতের সঙ্গে যৌথ কোনো প্রজেক্টে কাজ করছেন অথবা নতুন কোনো আন্তর্জাতিক সহযোগিতামূলক সিনেমার পরিকল্পনা হাতে নিয়েছেন।

তিনি আরও লেখেন, ‘যাই হোক, প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ। বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায়। এবার সেটা নিয়েই কাজ করব।’

অর্থাৎ, এবার তিনি অ্যাকশনধর্মী একটি চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দিচ্ছেন, যা দেশের মূলধারার দর্শককেই লক্ষ্য করে তৈরি হবে।

এ বিষয়ে বাংলাদেশের খবর থেকে অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হয়। তামান্না ভাটিয়াকে নিয়ে নতুন সিনেমা বানাবেন কিনা? এমন প্রশ্নের জবাবে অনন্য মামুন বলেন এই প্রতিবেদককে বলেন, ‘আগে অনেক ভুল করেছি, এখন আর নতুন কোনো ভুল করতে চাই না। কোনোকিছু ঠিক হলে আপনাকে জানাবো।’

উল্লেখ্য, অনন্য মামুন এর আগে ‘অমানুষ’, ‘ব্ল্যাকমেইল’, ‘মাইকেল’, ‘কিল হিম’সহ একাধিক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। সম্প্রতি তিনি বেশ কিছু আন্তর্জাতিক প্রজেক্ট নিয়েও আলোচনায় রয়েছেন।

তামান্না ভাটিয়ার মতো দক্ষিণের বড় তারকার সঙ্গে তার কাজের সম্ভাবনার ইঙ্গিতই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। তবে পরিচালক এখনো তার নতুন সিনেমার নাম বা কাস্টিং সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ধারণা করা হচ্ছে, তিনি খুব শিগগিরই এই প্রজেক্টের ঘোষণা দেবেন।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর