Logo

বিনোদন

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে নামছেন সালমান ভক্তরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:০৯

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে নামছেন সালমান ভক্তরা

বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ-এর মৃত্যুকে ঘিরে আবারও সরব তার ভক্তরা। সম্প্রতি সালমান শাহর পরিবার তার মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এবার মানববন্ধনে নামছেন সালমান শাহর ভক্তরা।

জানা গেছে, আগামী ১ নভেম্বর (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এই মানববন্ধন কর্মসূচি। এতে অংশ নেবেন সারা দেশ থেকে আগত সালমান শাহপ্রেমীরা। এই কর্মসূচির আয়োজন করেছে সংগঠন ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’। 

আয়োজকরা জানিয়েছেন, ‘সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হয়ে গেছে, কিন্তু তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত আজও শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলার পরও প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতায় আসেনি।’

তারা আরও জানান, ‘জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে নতুন করে যে হত্যা মামলা দায়ের হয়েছে, সেটির দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতেই আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভক্তরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। অনেকে সালমান শাহর ছবি, সিনেমার সংলাপ ও তার প্রতি শ্রদ্ধার পোস্ট শেয়ার করছেন।

আয়োজক কমিটির এক সদস্য বলেন, ‘সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের কষ্ট দেয়। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। প্রথমে এটিকে আত্মহত্যা বলা হলেও তার পরিবার ও ভক্তরা বরাবরই দাবি করে আসছেন— এটি একটি পরিকল্পিত হত্যা। সম্প্রতি পরিবার সেই দাবির ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করেছে।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন সালমান শাহ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর