Logo

বিনোদন

মজারুর ক্ষুদে গণিতবিদদের মিলনমেলা শুক্রবার, থাকছেন তাসনিয়া ফারিণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ২৩:৩৩

মজারুর ক্ষুদে গণিতবিদদের মিলনমেলা শুক্রবার, থাকছেন তাসনিয়া ফারিণ

সারা দেশের ক্ষুদে গণিতপ্রেমী শিশু-কিশোরদের নিয়ে শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মজারু (এমওজেএআরইউ) আয়োজিত জনপ্রিয় প্রতিযোগিতা ‘অ্যাবাকাস স্পিড মাস্টার সিজন-থ্রি’র গ্র্যান্ড ফিনালে।

ঢাকার সাভারের আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা হলে বসবে এ বছরের সবচেয়ে বড় ‘মানব ক্যালকুলেটরদের’ এই মিলনমেলা।

ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ।

দেশের সবচেয়ে বড় কিডস এডটেক প্ল্যাটফর্ম মজারু’র অ্যাবাকাস মাইন্ডম্যাথ কোর্সের প্রায় তিন হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রাথমিক পর্ব শেষে ৬৯৮ জন ক্ষুদে গণিতবিদ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে গ্র্যান্ড ফিন্যালের জন্য।

খাতা, কলম বা ক্যালকুলেটর ছাড়াই তারা নির্ভুলভাবে অতিদ্রুত গণিত সমাধান করবেন সেটিই হবে প্রতিযোগিতার মূল আকর্ষণ। এবারের আসরে দুই জন গ্র্যান্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

চ্যাম্পিয়নরা প্রত্যেকে এক লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন। এ ছাড়া ১১ জন চ্যাম্পিয়ন ২৫ হাজার টাকা করে, ১১ জন প্রথম রানার আপ ১৫ হাজার টাকা করে এবং ১১ জন দ্বিতীয় রানার আপ ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি অর্জন করবে।

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র, আর সকল অংশগ্রহণকারীও পাবেন সনদ ও মেডেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দীন স্টালিন এবং শিশু মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত প্রমুখ।

উল্লেখ্য, মজারু বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যা শিশুদের একাডেমিক দক্ষতার পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশের জন্য কাজ করছে। তাদের কোর্সসমূহের মধ্যে রয়েছেন অ্যাবাকাস মাইন্ড ম্যাথ, স্মার্ট ইংলিশ ফর কিডস, ক্যাডেট প্রস্তুতি, প্রোগ্রামিং ফর কিডস, এবং প্রবাসী শিশুদের জন্য বাংলা আমার ভাষা প্রভৃতি।

মজারুর সিইও মো. আলাউদ্দীন বলেন, আমরা চাই শিশুরা আনন্দের মধ্য দিয়েই শিখুক, যাতে শিক্ষা তাদের কাছে চাপ নয় আনন্দ হয়ে ওঠে। মজারু শিশুদের আগামী দিনের জন্য প্রস্তুত করতেই কাজ করছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর