চলচ্চিত্রের জন্য ‘সমীকরণ’ পুরস্কার পেলেন এইচ আর হাবীব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২০:৩৯
২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সমীকরণ সাংস্কৃতিক সংগঠন’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সাংস্কৃতিক অঙ্গনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. রাজিউন সালমা লাবনী, এবং উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আনিসুজ্জামান, উপাচার্য, গ্লোবাল ইউনিভার্সিটি। তিনি যোগ্য প্রাপকদের হাতে এ সম্মাননা তুলে দেন।
এদিন চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এইচ. আর. হাবিব সম্মানিত হন ‘সমীকরণ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ।
কিশোর বয়স থেকেই সাংস্কৃতিক বলয়ে যুক্ত হন এইচ. আর. হাবিব। ‘হাবিব থিয়েটার’-এর মাধ্যমে নাট্যজীবন শুরু করে পরবর্তীতে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিজের অবস্থান গড়ে তোলেন তিনি। তার জনপ্রিয় টেলিভিশন নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য— ‘আনন্দযাত্রা’, ‘মনপবন’ এবং ‘নিশিপুকুর’।
চলচ্চিত্রে তিনি নির্মাণ করেছেন ‘রূপগাওয়াল’ ও ‘ছিটমহল’— দুটি ভিন্নধারার গল্পনির্ভর ছবি। রাজনৈতিক অস্থিরতার সময়ে মুক্তি পাওয়া ‘রূপ গাওয়াল’ তেমন বাণিজ্যিক সাফল্য না পেলেও গল্প ও নির্মাণশৈলীর প্রশংসা কুড়ায়। পরে নির্মিত ‘ছিটমহল’ দেশ-বিদেশে প্রশংসিত হয়। বর্তমানে তিনি নির্মাণ করছেন একটি সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘জলকিরণ’, যা আগামী বছর মুক্তি পাবে।
এইচ. আর. হাবিব শুধু নির্মাতা নন— তিনি একজন সমাজসচেতন, প্রতিবাদী চলচ্চিত্রকর্মী। ২০১৩ সালে তাঁর নেতৃত্বে অনলাইনে শুরু হয় ‘ভারতীয় চলচ্চিত্রের আগ্রাসন বিরোধী আন্দোলন’, যার ফলে চলচ্চিত্র পরিবার ঐক্যবদ্ধভাবে বিদেশি ছবির অনুপ্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেয়।
তিনি বাংলাদেশ ফিল্ম অনলাইন অ্যাক্টিভিস্ট অ্যাসোসিয়েশন (বোফা)-এর আহ্বায়ক এবং মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এইচ. আর. হাবিব বলেন, ‘কাজে অবদানের স্বীকৃতি কর্মীকে উদ্দীপ্ত করে। আমি একজন চলচ্চিত্রকর্মী— কাজ করাই আমার লক্ষ্য। এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’
সমীকরণ সাংস্কৃতিক সংগঠন-এর প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘আমরা প্রতি বছর সমাজে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দিয়ে আসছি। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানের শেষ পর্বে ঘোষণা করা হয় সমীকরণ সাংস্কৃতিক সংগঠনের আগামী দিনের কার্যনির্বাহী কমিটি।
ডিআর/এসএসকে

