Logo

বিনোদন

এখন কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২১:১৩

এখন কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

ঢালিউডের সর্বাধিক ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’ এর নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। জনপ্রিয় এই অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সম্প্রতি ব্রেন টিউমারে আক্রান্ত হন। পরিবার সূত্রে জানা গেছে, কাঞ্চনের প্রথম ধাপের কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন মেয়ের বাসায়। তার একমাত্র মেয়ে ইসরাত জাহান ও জামাতা আরিফুল ইসলাম সেখানে তার পাশে রয়েছেন। আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, আপাতত উনার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হয়েছে। আরও চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।’

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন ইলিয়াস কাঞ্চন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর