বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। যদিও দেওল পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।
পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানায়, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, ধর্মেন্দ্র এখন স্থিতিশীল অবস্থায় আছেন।’
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ‘তিনি শ্বাসকষ্টের কারণে ভর্তি হয়েছেন, তবে রাতে ভালো ঘুমিয়েছেন। তার রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে, প্রস্রাবের পরিমাণও যথাযথ। মোটের ওপর পরিস্থিতি স্থিতিশীল।’
এর আগে গত এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় হাসপাতাল থেকে ব্যান্ডেজ বাঁধা চোখে তার বাড়ি ফেরার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
বার্ধক্য সত্ত্বেও আত্মবিশ্বাসী ধর্মেন্দ্র তখন সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি এখনও শক্ত, এখনও ধর্মেন্দ্রর সেই ‘দম’ আছে। দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে আজও ধরে রেখেছি।’
প্রসঙ্গত, আগামী ৮ ডিসেম্বর নব্বই বছরে পা রাখবেন এই কিংবদন্তি অভিনেতা। বাবার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সানি দেওল ও ববি দেওল নিয়মিত হাসপাতালে যাতায়াত করছেন বলে জানা গেছে।
ডিআর/এসএসকে

