Logo

বিনোদন

কোরআন হাতে নিয়ে মানসী বললেন ‘মিজান সমকামী নন, নারী সাপ্লাইয়ার নন’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৮:২৬

কোরআন হাতে নিয়ে মানসী বললেন ‘মিজান সমকামী নন, নারী সাপ্লাইয়ার নন’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি ও পরিচালক আদিবাসী মিজানের দাম্পত্য জীবন বেশ কিছুদিন ধরেই ছিল টালমাটাল। কিছুদিন আগে লাইভে এসে অভিনেত্রী তার স্বামী আদিবাসী মিজানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। সেসময় এই নায়িকা বলেছিলেন তার স্বামী আদিবাসী মিজান সমকামী ও নারী সাপ্লাইয়ার। শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে সেসময় আরও অনেক অভিযোগ করেছিলেন এই অভিনেত্রী। মামলাও করেছিলেন। স্বামীকে নেশাখোর আখ্যা দিয়ে পুলিশের হাতেও তুলে দিয়েছিলেন।

তবে কয়েক মাস যেতে না যেতেই স্বামীর পক্ষ নিয়ে আবারও লাইভে এলেন। গতকাল নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে মানসী প্রকৃতি বলেন, ‘আমি কিছুদিন আগে তৃতীয় পক্ষের কথা শুনে আমার স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলাম। এমনকি তাকে সমকামী এবং নারী সাপ্লাইয়ার হিসেবেও বলেছিলাম। তবে খোঁজ নিয়ে জেনেছি, তিনি তেমনটা নন।’

কান্না বিজড়িত কণ্ঠে এই অভিনেত্রী আরও বলেন, ‘বিষয়টা পারিবারিকভাবেই মীমাংসা করা যেত, কিন্তু এর আগে যেহেতু লাইভে এসে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলে তার সম্মানহানি করেছি,  তাই লাইভে এসেই আমার স্বামীর সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

এদিকে তার স্বামী পরিচালক আদিবাসী মিজানের নাটকের বাইরে আর অন্য কোনো পরিচালকের নাটক করবেন না বলেও জানালেন মানসী প্রকৃতি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার স্বামী আদিবাসী মিজানের বাইরে আর অন্য কোনো পরিচালকের সঙ্গে কাজ করব না। আমার স্বামী যদি চান তখন হয়তো অন্য কারো সঙ্গে কাজ করতে পারব। এর বাইরে নয়।’

নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন মানসী প্রকৃতি। তবে এই মুহূর্তে তিনি ব্যস্ত নাটক নিয়ে। সম্প্রতি তিনি ‘দুই বউ বয়রা’, ‘বেক্কল না সোজা’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এছাড়া, পরিচালক ফরিদুল হাসানের ‘হাউজ হাসবেন্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’, এবং আদিবাসী মিজানের ‘বেক্কলের মেলা’ ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি। মানসী অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘শেষ কথা’, ‘যন্ত্রণা’, ও ‘জল শ্যাওলা’।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর