Logo

বিনোদন

বিদ্যুৎ রায়ের ‘তানপুরা’য় চিত্রনায়িকা আইরিন সুলতানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ২১:৪২

বিদ্যুৎ রায়ের ‘তানপুরা’য় চিত্রনায়িকা আইরিন সুলতানা

‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম সং লিখেছেন নাট্যকার বিদ্যুৎ রায় তারই লেখা নতুন ধারাবাহিক নাটক ‘মহল্লা’র জন্য। আর এই ‘তানপুরা’ গানটিতে পারফর্ম করেছেন চিত্র নায়িকা আইরিন সুলতানা। 

‘মহল্লা’ ধারাবাহিকের গল্পে দেখা যায়, সাকরাইন উৎসবকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ‘মধু’কে পারফর্ম করতে আনা হয়। ‘তানপুরা’ শিরোনামের গানের ছন্দে কোমর দুলিয়ে যখন দর্শক মাতাচ্ছে মধু, তখনই আকস্মিক এক বোমা হামলা হয় সেখানে। সংঘর্ষে জড়ায় চির প্রতিদ্বন্দী মুন্সি ও সর্দার পরিবার। মাসুম ও বাবুরা যখন সংঘর্ষে লিপ্ত, তখন স্থানীয় পুলিশ তাদের গ্রেফতার করে। আর তখনই গ্রেফতারে সাহায্যকারী হিসেবে প্রকাশ্যে আসে দীর্ঘ আট বছর জেল খেটে আসা কুখ্যাত কুবাত নামের আরেক ক্ষমতাধর। ওই রাতে ঢাকাই সিনেমার নায়িকা মধু অপহরণের শিকার হয়। গল্প মোড় নেয় অন্য দিকে।

আইটেম সং ‘তানপুরা’ প্রসঙ্গে  নাট্যকার বিদ্যুৎ রায় বলেন- ‘দর্শক চাহিদার কথা মাথায় রেখে ‘মহল্লা’ ধারাবাহিকে একটি আইটেম সং ব্যবহারের প্ল্যান শেয়ার করি ডিরেক্টর ফরিদুল হাসানের সাথে। গল্পের প্রয়োজনে গানটি রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তীতে গানটিতে পারফর্ম করার জন্য ঢাকাই সিনেমার একজন নায়িকাকে নেওয়ার প্রস্তাব করলেও ডিরেক্টর সেটা সাদরে গ্রহণ করেন। অবশেষে ‘তানপুরা’ গানটিতে পারফার্ম করেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। আইরিনের পারফর্মেন্সে আমি ভিশন খুশি, ভালো করেছে সে। সম্ভবত দেশীয় ধারাবাহিকে ‘আইটেম সং’ ব্যবহারের প্রথা এই প্রথম চালু হতে যাচ্ছে আমাদের হাত ধরে ‘মহল্লা’ ধারাবাহিকটির মাধমে।’

এদিকে ‘তানপুরা’তে পারফর্ম করতে পেরে ভিশন উচ্ছ্বসিত চিত্রনায়িকা আইরিন সুলতানা। তিনি বলেন, ‘গানটি ধারাবাহিক নাটকের জন্য তৈরি হলেও আমরা এটাকে ফিল্মের আইটেম সং হিসেবেই করছি। গানের কথাগুলো ভিশন সুন্দর, যা লিখেছেন নাট্যকার বিদ্যুৎ রায় নিজেই। এছাড়া গানটির সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ক্লোজ আপ ওয়ান তারকা মুহিন। ডিরেক্টর গানটিকে ফিল্মের আঙ্গিকেই করতে চেয়েছেন এবং আমরা সেভাবেই করেছি।’

নাট্য নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় ‘মহল্লা’ ধারাবাহিকটি ১ নভেম্বর, ২০২৫ ইং থেকে প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮:৪০ মিনিটে বৈশাখী টেলিভিশনে সম্প্রচার হচ্ছে। 

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর