Logo

বিনোদন

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘কাফফারা’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৭:৫০

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘কাফফারা’

ছবি : সংগৃহীত

বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাফফারা’ কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ইন্টারন্যাশনাল প্যানোরোমা বিভাগে অফিসিয়ালি মনোনয়ন পেয়েছে। ছবিটি ১৮ নভেম্বর কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

ছবির গল্প আবর্তিত হয়েছে স্থানীয় এক মসজিদের ইমামকে কেন্দ্র করে, যিনি একটি মর্মান্তিক ঘটনার পর অনুশোচনায় ভুগছেন। তার স্ত্রী তাকে অপরাধবোধের যন্ত্রণা থেকে বাঁচানোর চেষ্টা করেন।

ছবিটি প্রযোজনা করেছেন বরকত হোসেন পলাশ এবং পরিচালনায় ছিলেন তানভীর চৌধুরী। তানভীর ২০১৯ সালে ‘মেরিল-প্রথম আলো আগামীর নির্মাতা’ প্ল্যাটফর্মে পুরস্কৃত হন। তার পরিচালনায় আগেও বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, যার মধ্যে ‘উত্তর-দক্ষিণ’, ‘এসো সুসংবাদ এসো’ এবং ‘ডিয়ার ট্রটস্কি’ উল্লেখযোগ্য।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর