দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। ছবির প্রচারণা শুরুর আগেই এক সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা, চরিত্র এবং নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করেন এই তারকা।
রাজধানীর মিরপুরে ‘নোঙর’ নামের একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে একপর্যায়ে ভক্তদের উত্তেজনা নিয়েও কথা বলেন পরীমণি। তিনি বলেন, ‘ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে এত এক্সাইটেড।’
তিনি জানান, ছবির প্রচারণা ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, যা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে- ‘প্রমোশনটা যে আপনাদের হাত ধরে শুরু হয়েছে, এটা আমার জন্য সবচেয়ে দারুণ ব্যাপার।’
‘ডোডোর গল্প’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমণি বলেন, ‘এই সিনেমার কাজ তার জন্য এক ‘লাইফটাইম এক্সপেরিয়েন্স।’ দুই বছর আগে ছবির শুটিং শেষ হলেও এর স্মৃতি এখনও জীবন্ত।
নায়িকা জানান, ‘ছবিটিতে বয়সের একটা জার্নি দেখানো হয়েছে— একদম টিনেজ থেকে শুরু করে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত। আমি মনে করি, ৫০ বছর বয়সী এক নারীর লুক আমি যতটা সম্ভব বাস্তবভাবে ফুটিয়ে তুলেছি। এখন আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, আমি নিজেও অপেক্ষায় আছি- কখন দর্শকরা সেই লুকটা দেখবেন!’
তবে সংবাদ সম্মেলনের একদম শেষ মুহূর্তে তিনি কিছুটা রহস্য রেখে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেব!’
সব মিলিয়ে, ‘ডোডোর গল্প’কে ঘিরে দর্শকদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি পরীমণির নতুন রূপ ও রহস্যময় মন্তব্য আরও উসকে দিচ্ছে কৌতূহল।
ডিআর/এসএসকে

