Logo

বিনোদন

ইউটিউবে ভাইরাল হওয়ার অপেক্ষায় ‘ট্রেডমিলে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:২১

ইউটিউবে ভাইরাল হওয়ার অপেক্ষায় ‘ট্রেডমিলে’

সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন রোমান্টিক মিউজিক ভিডিও ‘ট্রেডমিলে’। গানটির কথা লিখেছেন ড. কাজী সালেহীন, সুর ও সংগীত পরিচালনা করেছেন এস কে সমীর এবং কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলন মাহমুদ। গানটি প্রকাশিত হয়েছে Sameer Express ইউটিউব চ্যানেলে।

গানের কথায় ফুটে উঠেছে আধুনিক জীবনের ছন্দ, প্রেমের ছোঁয়া আর যান্ত্রিক জীবনের এক রোমান্টিক গল্প।

‘ট্রেডমিলে ছুটে চলা তোমার বাদামী দেহ/দৃষ্টিতে সংগীতের জাদুর মোহ...’ এই লাইনগুলোতে যেন জীবনের গতি ও ভালোবাসা মিশে গেছে এক সুরেলা বন্ধনে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। অভিনয়ে ছিলেন সাদ্দাম শিহাব ও ডিম্পল আহমেদ।

চিত্রগ্রহণ করেছেন মাহদী আল মুজাহিদ, সম্পাদনা করেছেন দিপু।

কণ্ঠশিল্পী মিলন মাহমুদ বলেন, ‘ট্রেডমিলে’ গানটি আমার কাছে অনেক বেশি আবেগের ও আলাদা এক অনুভূতির। এস কে সমীরের সুর ও সংগীত এতটাই আধুনিক রোমান্টিক আবহ আছে যে এটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি। এক কথায় প্রিয় ছোট ভাই এস কে সমীরের সংগীতায়োজন দারুণ মানের, কাজী সালেহীন ভাইয়ের লেখা কথাগুলোও খুব হৃদয়স্পর্শী। পুরো গানটিকে প্রাণবন্ত করে তুলেছে ভিডিও ডিরেক্টর সৌমিত্র ঘোষ ইমনের অসাধারণ ভিডিও মেকিং, সেই সাথে এই গানের সাথে সম্পৃক্ত পুরো টিমকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

গীতিকার ড. কাজী সালেহীন বলেন, ‘আমি ড. কাজী সালেহীন, বর্তমানে যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত। আমি নিয়মিত গান লেখার চর্চা করি। যদিও  ‘ট্রেডমিলে’ শিরোনামে আমার লেখা প্রথম প্রকাশিত গান। এতে আমি এক মিষ্টি প্রেমের গল্প বলতে চেয়েছি। আর সেই সুন্দর গল্প দিয়ে সাজানো কথাগুলোকে সুর ও সঙ্গীত আয়োজন করে আরো মনমুগ্ধ করেছেন আমাদের দেশের স্বনামধন্য সুর সংগীত পরিচালক আমার খুব প্রিয় ছোট ভাই এস কে সমীর। এস কে সমীর ও মিলন মাহমুদের দারুণ উপস্থাপনা এই গানে নতুন প্রাণ এনে দিয়েছে। আমি সত্যিই আনন্দিত এমন সুন্দর একটি টিমের অংশ হতে পেরে।’

সুর ও সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘ট্রেডমিলে’ গানটি আমার কাছে একটি বিশেষ অনুভূতির কাজ। এই গানটির সুর, সংগীতায়োজন, এবং পুরো অ্যারেঞ্জমেন্টসহ প্রতিটি অংশ আমি নিজে তত্ত্বাবধান করেছি। গানটির প্রতিটি মুহূর্তে চেষ্টা করেছি আধুনিকতার ছোঁয়ায় শ্রোতাদের এক নতুন অভিজ্ঞতা দিতে গীতিকার ড. কাজী সালেহীন ভাইয়ের হৃদয়ছোঁয়া কথাগুলো আমার সুরে দারুণভাবে প্রাণ পেয়েছে, আর কণ্ঠশিল্পী মিলন মাহমুদের গায়কী সেই অনুভূতিকে আরও গভীর করেছে। পরিচালক সৌমিত্র ঘোষ ইমন, অভিনেতা সাদ্দাম শিহাব ও ডিম্পল আহমেদসহ পুরো টিমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই গানটি থেকে আমি যেমন শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি, তেমনি আগামীতে আরও নতুন ও মানসম্মত কিছু কাজ উপহার দেওয়ার লক্ষ্য নিয়েছি। আমার পক্ষ থেকে সকল সঙ্গীতপ্রিয় মানুষকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি, সামনে আরও অনেক সুন্দর ও হৃদয়ছোঁয়া গান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারব– এই প্রত্যাশাই রাখি।’


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর