Logo

বিনোদন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান, তার জামাই কি ধার্মিক?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২১:০২

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান, তার জামাই কি ধার্মিক?

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। গত ৯ নভেম্বর রাজধানীর পুরান ঢাকায় পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। ঘরোয়া সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনরা। প্রিয়াঙ্কার জীবনসঙ্গী রাকিবুল হাসান, যিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। বিয়ের পরদিনই নবদম্পতি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। এখন সেখানেই অবস্থান করছেন। তারা দেশে ফিরবেন আগামী ২৩ নভেম্বর।

নানা সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জামান জানিয়েছিলেন, তিনি বিয়ে করলে ধার্মিক পাত্রকেই বিয়ে করতে চান। এ কথা স্মরণ করিয়ে দিতেই বাংলাদেশের খবরকে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘ও পাঁচওয়াক্ত নামাজে পড়ে, খুবই সৎ মানুষ।  কাউকে কোনো প্রতিজ্ঞা করলে রাখে। খুবই নরম স্বভাবের। ওর একটাই কথা ছিল কাবিনের পরই ওমরা করবে। তো কাবিনের পর দমও নিতে পারি নাই। ওমরায় চলে এসেছি।’

নিজের বিয়ে সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘রাকিবের সঙ্গে আমার পরিচয়টা খুব বেশি দিনের নয়। কিন্তু অল্প সময়েই আমি তাকে বোঝার চেষ্টা করেছি— সে কেমন মানুষ, তার চিন্তা-ভাবনা, তার দায়িত্ববোধ কেমন। সব দিক বিবেচনা করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। রাকিব আমার কল্পনার মতোই একজন মানুষ।’

স্বামীর প্রতি মুগ্ধতা প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, ‘নারী জীবনের সবচেয়ে বড় স্বপ্ন একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া। আমি সৌভাগ্যবতী যে রাকিবের মতো একজন মানুষকে পেয়েছি। সে আমাকে খুব যত্ন করে, তার বিনয় আর ভালোবাসায় আমি অভিভূত।’

বিয়ের পরদিনই ওমরায় যাওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সূচনা। আমরা সবাইর কাছে দোয়া চাই— যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং সুখে-দুঃখে একসঙ্গে পথ চলতে পারি।’

প্রিয়াঙ্কা জানান, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের রিসেপশন অনুষ্ঠান আয়োজন করা হবে।

উল্লেখ্য, ছোট ও বড় পর্দায় নিয়মিত অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান। বর্তমানে তার দুটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে টেলিভিশনে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘যেমন জামাই তেমন বউ’, আর মুক্তির অপেক্ষায় আছে ‘কী করে বলব তোমায়’ ও ‘তবুও প্রেম দামি’।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর