Logo

বিনোদন

আবেগে কাঁদছেন মিথিলা!

‘মিস ইউনিভার্স ২০২৫’ এর সেরা পাঁচে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২১:৫৭

আবেগে কাঁদছেন মিথিলা!

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আর কিছুদিনের মধ্যেই জানা যাবে, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার এবারের বিজয়ীর নাম।

বর্তমানে মিথিলা অবস্থান করছেন থাইল্যান্ডে, যেখানে চলছে মূল প্রতিযোগিতার নানা ধাপ ও ইভেন্ট। প্রতিটি পর্বেই তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও সৌন্দর্য আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে। এর মধ্যেই এসেছে এক রোমাঞ্চকর খবর— বিশ্বজুড়ে জনপ্রিয় ভোটে মিথিলা এখন টপ-৫ এ অবস্থান করছেন!

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই সাফল্যের কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মিথিলা লেখেন, ‘আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব। তোমাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে! কীভাবে সবাইকে ধন্যবাদ জানাব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।’

পরিবার, বন্ধুবান্ধব, সাংবাদিক এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বাংলাদেশে মুকুটটি আনার জন্য চলো আমরা সবাই একসঙ্গে কাজ করি!’

তার এই পোস্টে দেশজুড়ে তৈরি হয়েছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলার সাফল্যের খবর শেয়ার করেছেন অভিনেত্রী তমা মির্জা, ইউটিউবার সালমান মুক্তাদির, মডেল সামিরা খান মাহি, হৃদি শেখ, এবং সংগীতশিল্পী শেখ সাদীসহ অনেকে।

প্রতিযোগিতার প্রাথমিক বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের এই সুন্দরী ইতোমধ্যেই একাধিক বিভাগে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক সৌন্দর্য বিশ্লেষকরা বলছেন, এবারের আসরে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরাই শীর্ষে থাকতে পারেন— যা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় গৌরবের বিষয়।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে তানজিয়া জামান মিথিলা জিতেছিলেন ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট। মডেল ও অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি কাজ করছেন বাল্যবিবাহ প্রতিরোধ ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়ন নিয়ে।

এর আগেও ২০২০ সালে তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। পাঁচ বছর পর আবারও এই অর্জনের মধ্য দিয়ে তিনি তৈরি করেছেন এক নতুন ইতিহাস।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন তানজিয়া জামান মিথিলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর