বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ২০২৫ আসরের বিজয়ীদের হাতে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পুরস্কার তুলে দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার।
বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, সচিব এবং বিটিভির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দীর্ঘ প্রায় দুই দশক পর এ বছর নতুন কুঁড়ি প্রতিযোগিতা পুনরায় শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিশু-কিশোর নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে অংশ নেয়। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই পর্ব শেষে নির্বাচিত হয়েছে এ বছরের সেরারা।
বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, ‘নতুন কুঁড়ি’ শুধু একটি প্রতিযোগিতা নয়— এটি বাংলাদেশের শিশু-কিশোরদের মেধা, মনন ও সাংস্কৃতিক বিকাশের প্রতীক। এখান থেকেই দেশের বহু খ্যাতনামা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উঠে এসেছেন। এবারের আয়োজনও সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় নবীন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম চালু হয় ‘নতুন কুঁড়ি’। ২০০৫ সালের পর অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর চলতি বছরের ১৫ আগস্ট থেকে পুনরায় শুরু হয় উপমহাদেশের প্রথম শিশু প্রতিভা অন্বেষণমূলক এই রিয়েলিটি শো।
এমএইচএস

