ছয় বছর পর সিনেমায় ফিরলেন প্রিয়াঙ্কা, ভক্তদের দিলেন চমক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:১৯
দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। আর ফেরা মানেই চমক—তা যেন আবারও প্রমাণ করলেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন সিনেমা ‘গ্লোবট্রটার’-এর ফার্স্ট লুক, যেখানে দেখা যাচ্ছে একদম ভিন্ন এক প্রিয়াঙ্কাকে।
হলুদ শাড়ি, বেণি করা চুল, কপালে টিপ, হাতে পিস্তল—গ্রাম্য অথচ তীক্ষ্ণ চোখে যুদ্ধংদেহী এক নারীর চরিত্রে দেখা গেছে তাঁকে। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে পোস্টারটি।
এই ছবির মাধ্যমেই পরিচালক এস. এস. রাজামৌলির সঙ্গে প্রথমবার কাজ করছেন প্রিয়াঙ্কা। রাজামৌলি পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “ভারতীয় সিনেমাকে বিশ্বে তুলে ধরার পর, আবারও নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন দেশি গার্ল। ফিরে আসার জন্য স্বাগতম, প্রিয়াঙ্কা চোপড়া।”
নিজের ফার্স্ট লুক শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “সে যেমন দেখায়, তার চেয়েও অনেক বেশি কিছু সে—পরিচিত হোন ‘মন্দাকিনী’-র সঙ্গে।”

এই সিনেমায় প্রিয়াঙ্কার সহশিল্পী হিসেবে থাকছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই অভিনেতা মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। কিছুদিন আগে পৃথ্বীরাজের চরিত্র ‘কুম্ভ’-এর পোস্টার প্রকাশিত হয়, যা দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
প্রিয়াঙ্কা জানান, শুটিং চলাকালে তাঁর মেয়ে মালতি মেরিও ছিলেন সেটে। মহেশ বাবুর মেয়ে সিতারার সঙ্গে খেলে ও রাজামৌলির খামারে গরুর বাচ্চার সঙ্গে সময় কাটিয়ে দারুণ উপভোগ করেছে সে।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর এই প্রথম বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা। যদিও ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ ছবির ঘোষণা দিয়েছিলেন, তা আর বাস্তবায়ন হয়নি। ফলে এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে।

