মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলার ঝড়, ভোটে এখন দ্বিতীয় স্থানে
বিনোদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২১:৩১
থাইল্যান্ডে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বসুন্দরীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। ১২১টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চলছে নানা ইভেন্ট, ওয়ার্কশপ, ফটোশুট ও ট্যালেন্ট রাউন্ড। আর সেখানেই বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
বর্তমান ভোটের হিসাবে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন মিথিলা। তিনি পেয়েছেন ২ লাখ ৮১ হাজারেরও বেশি ভোট, পেছনে ফেলেছেন চিলির প্রতিযোগী ইন্না মলকে। তালিকার শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো, যাকে টপকে যেতে মিথিলার প্রয়োজন আরও প্রায় ৮ হাজার ভোট।
নিজের ভক্ত ও দেশবাসীর উদ্দেশে মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লিখেছেন, “বাংলাদেশের ১০ লাখ মানুষ যদি প্রতিদিন মাত্র ১০টা করে ভোট দেয়, তাহলে ৭ দিনে আমরা কোটি ভোট পেতে পারি! ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশ পিছিয়ে যায়, তা কি মেনে নেওয়া যায়?”
মিথিলা আরও জানান, ভোট দেওয়ার সময় খুব বেশি নয় — মাত্র ১০ থেকে ১২ মিনিটেই ১০টি ভোট দেওয়া যায়। তাই দেশের গর্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের এই প্রতিনিধি ভোটের দৌড়ে শীর্ষে উঠে যাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল।
শুধু পিপলস চয়েস নয়, মিথিলা আরও কয়েকটি ক্যাটাগরিতেও চমক দেখাচ্ছেন। তিনি এখন পর্যন্ত ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’-এ প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’-তে দ্বিতীয়, ‘বেস্ট ইভিনিং গাউন’-এ দ্বিতীয়, এবং ‘বেস্ট স্কিন’-এ তৃতীয় স্থানে আছেন।
ফুকেটে অনুষ্ঠিত প্রাথমিক পর্ব শেষে বর্তমানে তিনি রয়েছেন পাতায়ায়, যেখানে চলছে মূল ইভেন্টের প্রস্তুতি। গত ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান মিথিলা।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে তিনি জেতেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট। মডেল, অভিনেত্রী ও সমাজসেবী হিসেবে এরই মধ্যে তিনি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছেন। এবার তার লক্ষ্য—বাংলাদেশের প্রথম মিস ইউনিভার্স খেতাব জয়।
ডিআর/এসএসকে

