ঢাকায় আজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’—যেখানে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল নগরবাউল জেমস ও পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমতের। তবে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি কনভেনশন সেন্টারে আয়োজনের পরিকল্পনা থাকলেও পুলিশ সেই স্থানে কনসার্ট আয়োজনের অনুমতি দেয়নি। জানা গেছে, বিমানবন্দর এলাকা কেপিআইভুক্ত জোন হওয়ায় এবং কয়েক দিন আগের অগ্নিকাণ্ডসহ নিরাপত্তাজনিত বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের অন্য কোনো ভেন্যু খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্য আরেকটি সূত্র বলেছে, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় কনসার্টটি বাতিল করা হয়েছে।
আয়োজক অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে, “অনিবার্য পরিস্থিতির কারণে ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি আপাতত স্থগিত করা হলো। আমরা যত দ্রুত সম্ভব নতুন তারিখ ও ভেন্যু ঠিক করে জানিয়ে দেব।”
উল্লেখ্য, তিন দিন আগে কনসার্টে অংশ নিতে ঢাকা এসে পৌঁছেছেন আলী আজমত। এ আয়োজনের মাধ্যমেই প্রথমবার জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করার কথা ছিল তাঁর।
নতুন সময়সূচির ঘোষণা না পাওয়া পর্যন্ত দর্শক ও সংগীতপ্রেমীরা অপেক্ষায় আছেন এই দুই কিংবদন্তি তারকার যৌথ মঞ্চ মাতানোর সেই মুহূর্তটির।
ডিআর/এসএসকে

