Logo

বিনোদন

ইমন আউট, শিপন ইন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:১৬

ইমন আউট, শিপন ইন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে নির্মিত হতে যাচ্ছে সরকারি অনুদানের চলচ্চিত্র। পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে ছবির প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ ছিলেন মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি। কিন্তু শুটিং শুরুর আগেই পরিবর্তন আসে নায়িকার ভূমিকায়—দীঘির পরিবর্তে যুক্ত হন সাদিয়া জাহান প্রভা।

আগস্টে শেষ হয় প্রথম লটের শুটিং। এবার দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার ঠিক আগে আবারও পরিবর্তন—নায়ক হিসেবে বাদ পড়লেন ইমন, তাঁর জায়গায় যুক্ত হয়েছেন শিপন মিত্র।

পরিচালক সাদেক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইমন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন। প্রথম লটের কাজও তাঁকে ছাড়াই করতে হয়েছে। সরকারি অনুদানের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। ইমন জানিয়েছেন, দ্বিতীয় লটের শুটিংয়ের সময় দেশে ফিরতে পারবেন না। তাই আলোচনাপূর্বক শিপন মিত্রকে চুক্তিবদ্ধ করা হয়েছে।’

এর আগে একই কারণে দীঘির জায়গায় প্রভাকে নেয়া হয়েছিল—দীঘিও বিদেশে থাকার কারণে শুটিংয়ে সময় দিতে পারেননি।

‘দেনা পাওনা’ সিনেমায় শিপন থাকছেন এক জমিদারপুত্রের চরিত্রে, যিনি কলকাতায় ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি করেন। তাঁর বিয়ে ঠিক হয় গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার সঙ্গে, যার ভূমিকায় অভিনয় করছেন প্রভা। কিন্তু পণ দিতে না পারায় নিরুপমার দরিদ্র পিতা লজ্জায় আত্মহননের পথ বেছে নেন— এই ট্র্যাজেডিকে কেন্দ্র করেই এগোয় গল্প।

ছবিতে আরও অভিনয় করছেন ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বিরসহ অনেকে। পরিচালকের ভাষ্য, এই মাসের শেষ দিকেই শুরু হবে দ্বিতীয় লটের শুটিং।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর