বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে এবার বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করছেন তানজিয়া জামান মিথিলা। তিনি গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সুযোগ পান। অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পৌঁছে প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করলেও দেশে তাকে ঘিরে চলছে নানা বিতর্ক। আর সেই বিতর্ক নিয়েই নিজ ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে আবেগঘন ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
বিকিনি পরে পারফর্ম করায় দেশে প্রচলিত বিতর্ক নিয়ে ভিডিওতে গভীর হতাশা প্রকাশ করেন মিথিলা। কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বিদেশিরা যদি আমাকে নিয়ে ট্রল করে, তা আমি নিতে পারি। কিন্তু নিজের দেশের মানুষ এত কষ্ট, এত শৃঙ্খলা, এত শেখার পরিশ্রম দেখেও যদি সমর্থন না দেয়— সেটাই আমার জন্য সবচেয়ে বড় কষ্ট।’
তার ভাষায়, বড় মঞ্চে অংশ নিতে গেলে কঠোর পরিশ্রম, সময়নিষ্ঠতা, নিয়ম মানা— সব মিলিয়ে প্রতিদিনই তাকে লড়াই করতে হচ্ছে।
বিকিনি পরা নিয়ে চলমান সমালোচনার জবাবে মিথিলা স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি যদি বিকিনি না পরি, তাহলে টপ ৩০–এ যাওয়াই কঠিন। আপনারা তো চান আমি দেশের জন্য ভালো কিছু অর্জন করি। তাহলে আমাকে প্রতিযোগিতার নিয়ম মেনেই এগোতে হবে। এখানে ধর্মের বিষয় নয়— এটা প্রতিযোগিতার রুলস।’
তিনি আরও জানান, ‘এটা খুব কঠিন একটা প্ল্যাটফর্ম। এখানে সারা বিশ্বের সেরা প্রতিযোগীরা এসেছে এবং সবাই দারুণ। তাদের সঙ্গে টিকে থাকতে হলে আমাকে নিজের সর্বোচ্চটা দিতে হবে। আর আমার দেশের মানুষ যদি পাশে দাঁড়ায়, তাহলে লড়াইটা আরও শক্ত হবে।’
তার এই ভিডিও বার্তায় স্পষ্ট— টানা সমালোচনা ও অনর্থক হামলার মুখে ভীষণ ভেঙে পড়েছেন তিনি, তবে দেশের জন্য লড়াই করার ইচ্ছা এখনো অটুট।

