১৮ নভেম্বর থেকে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে নতুন চলচ্চিত্র ‘সঙ্গী’র একটানা শুটিং। চলচ্চিত্র ‘সঙ্গী’তে দেখা যাবে প্রতিবাদী তরুণ বীর ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো ইন্সপেক্টর বাহাদুরকে ঘিরে একটি টানটান উত্তেজনাপূর্ণ গল্প। অবৈধ মাদকচক্র, দুর্নীতিবাজ সিন্ডিকেট ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তাঁদের লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির কাহিনি। এতে থাকবে ক্রাইম, লভ–অ্যাকশন, ইমোশন এবং ফ্যামিলি ড্রামা’র সমন্বয়।
চলচ্চিত্রটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও কাহিনিকার সাব্বির আহমেদ শ্রাবণ। পাশাপাশি তিনি সহ–নির্মাতা হিসেবেও কাজ করছেন। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো নির্মাতা হিসেবে কাজ করছেন প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। তিনি চলচ্চিত্রটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করবেন।
এছাড়া অভিনয় করছেন নবাগত বীর, কানিজ ফাতেমা সূচি, উম্মে হাবিবা, স্বর্ণা বিশ্বাস, সুমন শাহ, সাহেদ ওসমান রুমেলসহ আরও অনেকে।
প্রযোজনা প্রতিষ্ঠান রুটস্ জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আসছে ভালোবাসা দিবসেই মুক্তি পেতে পারে চলচ্চিত্র ‘সঙ্গী’।

