ভারতে কনসার্টে চরম হেনস্তার শিকার মার্কিন গায়ক একন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ২০:৩৭
ভারতে কনসার্টে অংশ নিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন বিশ্বখ্যাত মার্কিন গায়ক একন। শুক্রবার (১৪ নভেম্বর) ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত শোতে একদল উচ্ছৃঙ্খল দর্শকের হাতে তিনি হেনস্তার শিকার হন। গত ৯ নভেম্বর থেকে ভারতে শুরু হওয়া তার সফরের মধ্যেই এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
ঘটনার সময় ভিআইপি জোনের সামনে গান পরিবেশন করছিলেন একন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়— গান গাইতে গাইতে তিনি বারবার নিজের প্যান্ট ঠিক করার চেষ্টা করছেন। কারণ, সামনে থাকা কয়েকজন উত্তেজিত দর্শক তাকে জোর করে নিজেদের দিকে টানতে থাকে।
ভিডিওতে স্পষ্ট দেখা যায়, একপর্যায়ে তারা গায়কের পোশাকে হাত দেন এবং টানাটানি শুরু করেন। পরিস্থিতি বিব্রতকর হয়ে উঠলেও একন নিজেকে সামলে নিয়ে গান চালিয়ে যান। বিরক্তি বা রাগ প্রকাশ না করলেও তার অস্বস্তি চোখে পড়ার মতো ছিল।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতীয় অনুরাগীদের বড় একটি অংশ তীব্র প্রতিক্রিয়া জানায়। তারা এমন আচরণকে ‘অনৈতিক’ ও ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করে মন্তব্য করেছেন— কিছু মানুষের বেপরোয়া কর্মকাণ্ড ভারতের ইমেজকে আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
শনিবার মুম্বাইয়ের একটি কনসার্ট দিয়ে একনের ভারত সফর শেষ হওয়ার কথা ছিল। তার আগে এমন দুর্ঘটনা স্বাভাবিকভাবেই গায়কের ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়েছে।

