Logo

বিনোদন

টম ক্রুজ পেলেন অ্যাকাডেমির সম্মানসূচক অস্কার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৭

টম ক্রুজ পেলেন অ্যাকাডেমির সম্মানসূচক অস্কার

হলিউড তারকা টম ক্রুজকে অ্যাকাডেমির সম্মানসূচক (অনারারি) অস্কার প্রদান করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত গভার্নর্স অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণের সময় ‘টপ গান’ খ্যাত এই অভিনেতা আবেগপ্রবণ হয়ে পড়েন।

পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু, যিনি বর্তমানে ক্রুজকে নিয়ে একটি নতুন সিনেমা পরিচালনা করছেন। এই ছবিটি ২০২৬ সালের অক্টোবর মাসে মুক্তি পাবে।

পুরস্কার গ্রহণকালে ক্রুজ চলচ্চিত্র নির্মাণে যুক্ত সকলকে কৃতজ্ঞতা জানান এবং সিনেমার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘সিনেমা আমাকে বিশ্বের নানা প্রান্তে নিয়ে যায়। এটি আমাদের ভিন্নতাকে বোঝার এবং সম্মান করার শিক্ষা দেয়। একই সঙ্গে এটি আমাদের যৌথ মানবতাকেও প্রকাশ করে। সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, অনুভব করি এবং আশা করি। এজন্য সিনেমা আমার কাছে খুবই মূল্যবান।’

ক্রুজ আরো বলেন, ‘সিনেমা বানানো শুধু আমার পেশা নয়, এটি আমার পরিচয়’। তিনি নিজের ছোটবেলার অভিজ্ঞতাও শেয়ার করেন। ছোটবেলায় অন্ধকার হলঘরে এক ফোঁটা আলো পর্দায় ছড়িয়ে পড়ত, যা তাকে গল্প বলার, চরিত্র গঠনের এবং স্বপ্ন দেখার প্রেরণা জুগিয়েছিল।

টম ক্রুজ ইতিমধ্যেই চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন—‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’-এর জন্য সেরা অভিনেতা, ‘ম্যাগনোলিয়া’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং ‘টপ গান: ম্যাভেরিক’-এর জন্য সেরা সিনেমার প্রযোজক হিসেবে। এবার অনারারি অস্কার তাকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে।

অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন ডেবি অ্যালেন, উইন থমাস এবং মানবিক অবদানের জন্য ডলি পার্টন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হলিউড বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর