Logo

বিনোদন

পুলক রাজের ‘ইন দ্য ট্র্যাপ অফ মোবাইল’, শিশুরা বন্দি স্ক্রিনের ফাঁদে

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:১২

পুলক রাজের ‘ইন দ্য ট্র্যাপ অফ মোবাইল’, শিশুরা বন্দি স্ক্রিনের ফাঁদে

নির্মাতা পুলক রাজ পরিচালিত এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইন দ্য ট্র্যাপ অফ মোবাইল’–এ ফুটে উঠেছে শিশুদের ওপর মোবাইল আসক্তির গভীর প্রভাব। সাদা-কালো নির্মিত এ চলচ্চিত্রের ফ্রেমে ধরা পড়েছে— ঝলমলে মোবাইল স্ক্রিন কীভাবে নিঃশব্দে কেড়ে নিচ্ছে শিশুদের সময়, মনোযোগ ও শৈশবের রঙ।

চলচ্চিত্রে অভিনয় করেছে দুই শিশু শিল্পী জাইয়ান ও আফনান। অন্ধকার ঘরে পাশাপাশি শুয়ে থাকা দুই শিশুর সামনে উজ্জ্বল স্ক্রিনের আলো— দৃশ্যটি ইঙ্গিত দেয়, বাস্তব পৃথিবীর রঙ ম্লান করে দিয়ে ভার্চুয়াল জগৎ কীভাবে তাদের মন দখল করে নিচ্ছে।

নির্মাতা পুলক রাজ বলেন, ‘সময় কম হলেও আমি সমাজের এক বড় সংকটকে তুলে ধরার চেষ্টা করেছি। মোবাইল শিশুদের সৃজনশীলতা, কল্পনা ও পারিবারিক সম্পর্ককে ক্রমশ সংকুচিত করছে। অভিভাবকদের সতর্ক করতেই এ প্রচেষ্টা।’

টঙ্কার–এর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ১৮ নভেম্বর সকাল ১০টায় ‘টঙ্কার ফিল্মস’–এর ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। দর্শকদের প্রত্যাশা—এ কাজটি শিশুদের মোবাইল ব্যবহারে নতুন সচেতনতা তৈরি করবে এবং হারিয়ে যাওয়া শৈশব নিয়ে আলোচনাকে আরও জোরালো করবে।

এইচকে/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর