Logo

বিনোদন

একসঙ্গে জায়েদ–মাহি!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২১:৪৫

একসঙ্গে জায়েদ–মাহি!

চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি— সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের নামই বেশি শোনা যায়। একসময় তাদের ঘিরে প্রেমের গুঞ্জনও বেশ জোরালো ছিল। তবে দুজনই সবসময়ই সেই সম্পর্কের কথা অস্বীকার করে এসেছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে তাদের নতুন একটি ছবি সামনে আসতেই আবারও শুরু হয়েছে নানা আলোচনা।

ঘটনা নিউইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কে। সেখানে জায়েদ খান ও মাহিকে পাশাপাশি দেখা যায়। ছবি প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে প্রশ্নের ঝড়— এই জুটি কি আবারও কাছাকাছি এল?

গুঞ্জনের জবাবে জায়েদ খান স্পষ্ট জানান, ‘মাহির সঙ্গে আমার প্রেমের খবর ভুয়া। আগেও বলেছি, এখনও বলছি— আমরা শুধু সহকর্মী। এসব নিয়ে বলার মতো কিছুই নেই।’

সেন্ট্রাল পার্কে তোলা ছবির ব্যাখ্যাও দেন তিনি। জানান, নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো-এর নতুন পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন মাহিয়া মাহি। সেই শো-সংক্রান্ত শুটিংয়ের কারণেই তাদের একসঙ্গে দেখা গেছে।

জায়েদ বলেন, ‘মাহি তার ক্যারিয়ারের চড়াই-উতরাই, ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা নিয়েও কথা বলেছে। পর্বটি শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচার হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন জায়েদ খান। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ২৫ জুন তিনি দেশ ছাড়েন এবং এখনও নিউইয়র্কেই অবস্থান করছেন। সেখানে ঠিকানা টিভির সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত কাজ করছেন তিনি।

অন্যদিকে, ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাহিয়া মাহির। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় হয়ে তিনি সংসদ নির্বাচন করেছিলেন, যদিও নির্বাচনে জয় পাননি। আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুদিন আড়ালে থেকে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন তিনি।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে জায়েদ–মাহির এক ফ্রেমে উপস্থিতি আবারও জন্ম দিয়েছে নতুন গুঞ্জনের। তবে দুজনই বলছেন— এতে রোমান্সের কিছু নেই, সবই পেশাগত কারণে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন মাহিয়া মাহি জায়েদ খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর