Logo

বিনোদন

মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৬:৫৪

মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ

থাইল্যান্ডে সম্পন্ন হলো বিশ্বসৌন্দর্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলোর একটি মিস ইউনিভার্স-এর ৭৪তম আসর। শুক্রবার (২১ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনালে সবার শীর্ষে উঠে মুকুট জিতে নিলেন মেক্সিকোর প্রতিনিধিত্বকারী ফাতিমা বশ।

২ নভেম্বর থেকে শুরু হওয়া এবারের আয়োজন ছিল ঘটনাবহুল। প্রতিযোগিতার প্রাথমিক বৈঠকে সঞ্চালকের একটি কটূক্তির শিকার হয়েছিলেন ফাতিমা। অপমানের সেই মুহূর্তই যেন তাকে আরও শক্ত করে তোলে— শেষ পর্যন্ত সেই মানসিক দৃঢ়তাই তাকে এনে দেয় সারা বিশ্বের সৌন্দরীর রানির আসন।

ডেনমার্কের গতবারের মিস ইউনিভার্স ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের কাছ থেকে বিজয়ের মুকুট গ্রহণ করেন ফাতিমা। এ দিয়ে চতুর্থবারের মতো মেক্সিকোর ঘরে ফিরল মিস ইউনিভার্সের শিরোপা। রানারআপ হয়েছেন স্বাগতিক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ।

শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন— ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো, আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১২০টি দেশের সুন্দরীরা অংশ নেন। প্রথমবারের মতো ফিলিস্তিনের হয়ে অংশ গ্রহণ করেন নাদিন আয়ুব। তিনি সেমিফাইনালে পৌঁছালেও শীর্ষ ৩০–এ জায়গা করতে পারেননি। 

এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের মডেল তানজিয়া জামান মিথিলা। তিনি শীর্ষ ৩০ এ জায়গা করে নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন। উদ্বোধনী পরিবেশনায় ছিলেন জনপ্রিয় থাই তারকা জেফ স্যাচুর।

তিন সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিযোগীরা অংশ নিয়েছেন বিভিন্ন রিহার্সাল, সাংস্কৃতিক প্রদর্শনী ও ফটোশুটে। বুধবার অনুষ্ঠিত হয় ন্যাশনাল কস্টিউম শোকেস— যেখানে প্রতিযোগীরা নিজেদের ঐতিহ্য তুলে ধরেন বাহারি পোশাকে। আলোচনায় ছিলেন মিস ইউএসএ অড্রি একার্ট, যিনি সাইমন ভিলালবার ডিজাইন করা ‘বাল্ড ঈগল’ কস্টিউম পরে মুগ্ধ করেন দর্শকদের।

তবে প্রিলিমিনারিতে ঘটে যায় দুঃখজনক এক ঘটনা— সন্ধ্যার গাউন রাউন্ডে পড়ে যান জ্যামাইকার গাব্রিয়েল হেনরি। পরে তাকে দ্রুত স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। মিস ইউনিভার্স প্রেসিডেন্ট রাউল রোচা জানান, তার কোনো হাড় ভাঙেনি, এবং তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

এভাবে নানা রঙিন আয়োজন, নাটকীয় মুহূর্ত ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে শেষ হলো মিস ইউনিভার্স ২০২৪; আর বিশ্বসুন্দরীর নতুন মুকুট উঠল মেক্সিকোর ফাতিমা বশের মাথায়।


এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর