বর্ণাঢ্য আয়োজন ও চোখধাঁধানো ঝলকের মধ্যে শেষ হলো মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এবারের প্রতিযোগিতায় সবার সেরা হয়ে মুকুট জিতে নিয়েছেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বোশ। শুক্রবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব, যেখানে বিশ্বের ১২০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন মাত্র ২৫ বছর বয়সী ফাতিমা।
ফাইনালের মঞ্চে গত বছরের মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন তিনি। আবেগাপ্লুত ফাতিমাকে অন্য প্রতিযোগীদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়—মুহূর্তটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল।
কে এই ফাতিমা বোশ?
মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। ফ্যাশন ডিজাইন অধ্যয়ন করা এই যুবতী ২০২৫ সালের সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ শিরোপা জিতে আলোচনায় আসেন। সেদিন থেকেই সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়তে থাকে— ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় ৯ লাখ ৯০ হাজার, টিকটকেও আছেন ৬ লাখ ৯০ হাজার ভক্ত।
কী পাচ্ছেন মিস ইউনিভার্স ফাতিমা?
মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এখনো তার প্রাইজমানি আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আগের ধারাবাহিকতা অনুযায়ী তিনি প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে— যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকা।
এর বাইরে— প্রতি মাসে ৫০ হাজার ডলার ভাতা (বাংলাদেশি প্রায় ৬০ লাখ টাকা), যা ভ্রমণ ও অন্যান্য আনুষ্ঠানিক কাজের জন্য ব্যবহার করতে পারবেন। তার মাথায় যে মুকুট পরানো হয়েছে, তার মূল্য ৫ মিলিয়ন ডলার— বাংলাদেশি হিসাবে প্রায় ৬১ কোটি টাকা।
নিউইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পাবেন তিনি, যেখানে পুরো দায়িত্বকালীন সময় থাকবেন মিস ইউনিভার্স হিসেবে।
ঝলমলে আয়োজনে সফলভাবে শেষ হওয়া এবারের প্রতিযোগিতা ফাতিমা বোশের জীবন যেমন বদলে দিয়েছে, তেমনি মেক্সিকোর জন্যও এনে দিয়েছে গৌরবময় আরেকটি মুকুট।
এসএসকে/

