দীর্ঘ ১৩ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী আঁচল আঁখি এবং নির্মাতা মনিরুল ইসলাম সোহেল। প্রায় ৫ বছর পর মুখোমুখি দেখা হওয়া এই জুটি নতুন করে যুক্ত হয়েছেন একটি বিজ্ঞাপনের কাজে— যা তাদের দু’জনেরই জন্য একটি আবেগঘন পুনর্মিলন বলা যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দু’জনেই শেয়ার করেছেন নতুন বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কিছু ছবি। সেখানে দেখা গেছে— দু’জনের মুখেই হাসি, আর হাতে নতুন প্রকল্পের চুক্তিপত্র।
আঁচল আঁখি তার পোস্টে লিখেছেন, ‘১৩ বছর পর কাজ, ৫ বছর পর দেখা আমার ফিল্ম (স্বপ্ন যে তুই)-এর ডিরেক্টর মনিরুল ইসলাম সোহেল ভাইয়ার সাথে। কাজের সুবাদে আবারো আমাদের দেখা হলো— কি ভাগ্য আমার!’
অপরদিকে পরিচালক মনিরুল ইসলাম সোহেলও পুরোনো দিনের স্মৃতিমাখা আবেগ নিয়ে লিখেছেন, ‘ফিরে দেখা! ১৩ বছর পর আবার একসঙ্গে বিজ্ঞাপনে, ৫ বছর পর সামনাসামনি দেখা। হয়তো পৃথিবী গোল বলেই সম্ভব হয়েছে। এবি গ্রুপকে ধন্যবাদ। থাই স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনটি শিগগিরই দেখবেন টিভির পর্দায়।’
ছবিগুলোতে দেখা যায়— চুক্তিপত্র হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন তারা দু’জন। জানা গেছে, শিগগিরই টেলিভিশনে প্রচারে আসবে তাদের নতুন বিজ্ঞাপনটি। দীর্ঘদিন পর একই ফ্রেমে ফিরে আসায় তাদের ভক্তরাও বেশ উচ্ছ্বসিত।
এসএকে/

