ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
জানা গেছে, প্রায় দেড় বছর আগে মম ও রাফায়েলের পরিচয় হয়। এই সময়ে তারা একসঙ্গে সময় কাটিয়েছেন, ঘুরে বেড়িয়েছেন, দুজন দুজনকে ভালোভাবে জানার সুযোগ পেয়েছেন। দেড় মাস আগে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। এরপরই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। পরিবারকে জানানো হলে দুই পরিবারের সম্মতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন।
স্বামী রাফায়েল সম্পর্কে মম বলেন, ‘রাফায়েলের সততা আমাকে সবচেয়ে বেশি টেনেছে। সে খুব স্ট্রেট-ফরোয়ার্ড; কথায় কোনো রাখঢাক নেই। আর পরিকল্পনায় চমৎকার এক স্বতঃস্ফূর্ততা আছে— শেষ মুহূর্তেও নতুন কিছু করে ফেলতে পারে।’
২০২১ সাল থেকে নিয়মিত অভিনয়ে যুক্ত মাইমুনা মম অভিনয়ের আগে টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেখানে তার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মুক্তির দিক দিয়ে তার প্রথম সিনেমা হলো জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’। বর্তমানে দেশের দুইটি টেলিভিশন চ্যানেলে মম অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।
অন্যদিকে রাফায়েল আহসান পরিচালিত প্রথম সিনেমা ‘নয়ছয়’ ২০১৪ সালে মুক্তি পায়। সাম্প্রতিক সময়ে তিনি প্রযোজনায় বেশি মনোযোগী। ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’— এই জনপ্রিয় নির্মাণগুলোয় তিনি প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন।
শান্ত ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে নতুন জীবনের পথচলা শুরু করলেন মম ও রাফায়েল। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা।
এসএকে/

