Logo

বিনোদন

স্মৃতির সঙ্গে পলাশের প্রতারণার অভিযোগ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৫:২৯

স্মৃতির সঙ্গে পলাশের প্রতারণার অভিযোগ

ভারতের তারকা নারী ক্রিকেটার স্মৃতি মান্দানা এবং বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক ও সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল— দীর্ঘ পাঁচ বছরের প্রেম শেষে অবশেষে বিয়ের তারিখ চূড়ান্ত করেছিলেন তারা। কয়েক দিন ধরে সাঙ্গলির সামডোলে মান্দানার ফার্ম হাউজে জমে উঠেছিল বিয়ের প্রস্তুতি। রবিবার (২৩ নভেম্বর) হওয়ার কথা ছিল তাদের জীবনের সবচেয়ে বিশেষ দিনটি।

কিন্তু আনন্দের সেই মুহূর্ত বদলে যায় অঘটনে। বিয়ের দিন দুপুরেই হঠাৎ হার্ট অ্যাটাক করেন স্মৃতির বাবা শ্রীনীবাস মান্দানা। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় স্মৃতির পরিবার বিয়েটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয়।

এমন সংকটময় সময়ে আরেক দুঃসংবাদ— অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু বর পলাশ মুচ্ছালও। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসা শেষে তিনি ছাড়া পেলেও মানসিক অস্থিরতা কাটেনি।

এর ঠিক পরেই নতুন বিতর্ক— সোশ্যাল মিডিয়ায় পলাশের এক নারীর সঙ্গে ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়। রেডিটে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো দাবি করছে, ওই নারীর নাম মেরি ডিকস্টা। প্রথমে মেরিই তার ইনস্টাগ্রাম স্টোরিতে কথোপকথন প্রকাশ করেন।

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুযায়ী, চ্যাটে পলাশ স্মৃতির সঙ্গে তার ‘লং-ডিস্ট্যান্স’ সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে মেরিকে ‘ট্যুরে যোগ দেওয়ার’ প্রস্তাবও দেন। কথোপকথনের টোনে স্পষ্ট ফ্লার্ট— মেরির সৌন্দর্যের প্রশংসা, একসঙ্গে সাঁতার, স্পা সেশন, এমনকি ভোর ৫টায় ভারসোভা বিচে দেখা করার প্রস্তাবও ছিল সেখানে।

মেরি সরাসরি জানতে চান— তিনি কি স্মৃতিকে সত্যিই ভালোবাসেন? পলাশ এ প্রশ্ন এড়িয়ে যান।

স্ক্রিনশট ছড়িয়ে পড়ার সাথে সাথে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া। একজন রেডিট ব্যবহারকারী দাবি করেন, ‘২০১৬–১৭ সালে পলাশকে ফলো করতাম। তার একজন ডাক্তার বান্ধবী ছিল। সম্পর্কটা সিরিয়াসই ছিল মনে হতো। পরে শুনেছিলাম, পলাশ প্রতারণা করেছেন। তাই এবারও একই আচরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ—‘একবার প্রতারক হলে, সবসময়ই প্রতারক।’

তবে পলাশ-মেরির কথোপকথনের সত্যতা এখনো যাচাই করা যায়নি। তবু এই গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সব অভিযোগ, সমালোচনা ও বিতর্কের মধ্যেও গায়ক পলাশ নীরব। কোনো মন্তব্য করেননি স্মৃতিও— যার সঙ্গে তার বিয়ের প্রস্তুতি চলছিল মাত্র কিছুদিন আগেও।

এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর