সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা নতুন জীবনে পা রাখলেন। সোমবার (২৪ নভেম্বর) তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শুভংকর সেনের সঙ্গে—বিষয়টি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।
পূজা জানান, প্রায় এক বছর আগে তাদের পরিচয় শুরু হয়। ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, এরপর দু’জনই বিষয়টি পরিবারকে জানান। অবশেষে পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে। জীবনের এই নতুন অধ্যায় সুখকর হোক— এমন আশীর্বাদ চেয়েছেন তিনি সবার কাছে।
পূজার স্বামী শুভংকর সেন মডেলিংয়ের পাশাপাশি চাকরিজীবী হিসেবেও কর্মরত।
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গাওয়া একাধিক গান ইউটিউবে কোটি দর্শক ছুঁয়েছে। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মনে না মন, মিউজিক তোমায় ছেড়েসহ আরও অনেক গান।

