Logo

বিনোদন

২৩ বছর লিভ-ইন, সমালোচনায় ক্লান্ত হয়ে বিয়ের পিঁড়িতে তারকা জুটি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:০৯

২৩ বছর লিভ-ইন, সমালোচনায় ক্লান্ত হয়ে বিয়ের পিঁড়িতে তারকা জুটি

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা জুটি আশ্লেষা সাওয়ান্ত ও সন্দীপ বাসওয়ানা দীর্ঘ ২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা রাখলেন। গত ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন এই শুভক্ষণে।

সোমবার (২৪ নভেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে সন্দীপ লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে আমরা নতুন অধ্যায়ে পা রাখলাম… ঐতিহ্য আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সবার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।’

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ জানান, গত এপ্রিলে বৃন্দাবন সফর তাদের হৃদয়ে বিশেষ অনুভূতি জাগায়। রাধা–কৃষ্ণের মন্দির ঘুরে দেখার সেই অভিজ্ঞতাই ২৩ বছর পর বিয়ের সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা দেয়। তিনি বলেন, ‘বাবা–মায়েরাই সবচেয়ে খুশি। তারা বহুদিন ধরে এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। সবকিছু সরল ও শান্ত রাখতে চেয়েছি। কৃষ্ণের মন্দিরে বিয়ে করার চেয়ে ভালো আর কিছু হতে পারত না।’

বিয়ের আনন্দে ভাসছেন আশ্লেষাও। তিনি বলেন, ‘অবশেষে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে ভীষণ কৃতজ্ঞ। বৃন্দাবন ছিল আমাদের জন্য পারফেক্ট জায়গা— সেখানে গিয়েই গভীর সংযোগ অনুভব করেছিলাম। পুরো সিদ্ধান্তটাই ছিল খুব স্বতঃস্ফূর্ত ও ব্যক্তিগত।’

দীর্ঘ লিভ-ইন থাকার পরও কেন তারা বিয়ে করছেন না— এই প্রশ্নে বহুবার বিরক্ত হয়েছিলেন এ জুটি। সন্দীপ মজা করে বলেন, ‘আমার তো মনে হতো আমরা অনেক আগেই বিবাহিত! তাই এখন বিশেষ আলাদা কিছু লাগছে না। এটা এমন সিদ্ধান্ত, যা একদিন না একদিন করতেই হতো।’

২০০২ সালে ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের সেটে প্রথম পরিচয় হয় তাদের মধ্যে। সেখান থেকেই শুরু প্রেম— আর দুই দশকের বেশি সময় পর সেই গল্পের সুন্দর পরিণতি বিয়েতে। দীর্ঘ ২৩ বছরের সম্পর্কের বন্ধন অবশেষে বিয়ের মাধ্যমে সম্পূর্ণতা পেল।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর