Logo

বিনোদন

আমি বাংলাদেশের জন্য রেভুলেশন এনেছি : তানজিয়া জামান মিথিলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:৫১

আমি বাংলাদেশের জন্য রেভুলেশন এনেছি : তানজিয়া জামান মিথিলা

থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মূল মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ১৯ দিন পর দেশে ফিরেছেন তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি নিজের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।

মিথিলা বলেন, ‘যতদিন পর্যন্ত মানুষের পেজেন্ট বিষয়ক দৃষ্টিভঙ্গি ইতিবাচক না হবে, ততদিন আন্তর্জাতিক মঞ্চে বিজয় আসা কঠিন। তবে আমি বিশ্বাস করি, আমরা চাইলে যেকোনো ক্ষেত্রেই সফল হতে পারি— শুধু দরকার সবার সহায়তা, সমর্থন ও সঠিক মনোভাব।’

তিনি আরও জানান, সেরা ৩০–এ উঠতে পেরে তিনি দারুণ গর্বিত। ‘বাংলাদেশ থেকে এই প্রথম কেউ মিস ইউনিভার্স-এর মূল মঞ্চে পজিশন পেল। এটা আমার কাছে জয়ের মতোই। আমি মনে করি, বাংলাদেশের জন্য আমি রেভুলেশন এনেছি। দেশের মানুষ যেভাবে আমাকে সাপোর্ট করেছে, ভোট দিয়েছে— আমি সত্যিই কৃতজ্ঞ,’ বলেন মিথিলা।

আগামীতে বাংলাদেশ থেকে যারা এই প্রতিযোগিতায় অংশ নেবেন, তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

প্রতিযোগিতা চলাকালে তার বিকিনি পরা ছবি নিয়ে দেশে বেশ সমালোচনা হয়। এ বিষয়ে মিথিলা পরিষ্কারভাবে বলেন, ‘মিস ইউনিভার্সে মার্কিং হয় ক্লোজড ডোর ইন্টারভিউ, ইভনিং গাউন, ন্যাশনাল কস্টিউম আর সুইমসুইট রাউন্ডে। সুইমসুইট না করলে সেরা ৩০–এ যাওয়া যায় না। বাংলাদেশ থেকে বিকিনি আমি প্রথম পরিনি, আগেও অনেকে পরেছে। আমি কোনোভাবেই দেশকে ছোট করিনি।’

দেশে ফিরেই জানান, ইতোমধ্যে একটি সিনেমার অফার পেয়েছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত শর্টফিল্ম ‘থার্সডে নাইট’।

বহু বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ‘মিস ইউনিভার্স’। প্রতিযোগিতা শুরুর আগেই আয়োজকদের হাতে অপমানিত হন মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বশ। পরে তিনিই বিজয়ীর মুকুট পরেন। প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবিনার সিং। ফল ঘোষণার তিন দিন আগে দুই বিচারকের পদত্যাগ ও নির্বাচনপ্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ পুরো আয়োজনে উত্তেজনা বাড়িয়ে তোলে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর