Logo

বিনোদন

কেন নিয়মিত কাজ করছেন না মৌটুসী বিশ্বাস

সুদীপ্ত সাইদ খান

সুদীপ্ত সাইদ খান

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৭

কেন নিয়মিত কাজ করছেন না মৌটুসী বিশ্বাস

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসকে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না। কেন কমিয়ে দিয়েছেন কাজ? এমন প্রশ্নের জবাবে তিনি নিজের বর্তমান জীবন, ক্যারিয়ার শিফটিং এবং নতুন ব্যস্ততার বিষয়ে খুলে বললেন।

মৌটুসী জানান, টেলিভিশনের দর্শকসংখ্যা আগের তুলনায় কমে গেছে। ফলে কাজের ধরনেও এসেছে পরিবর্তন। তিনি বলেন, “মানুষ এখন টেলিভিশন কম দেখে; ইউটিউবে বেশি সময় দেয়। ইউটিউবের নাটকেরও নিজস্ব প্যাটার্ন আছে। কিন্তু আমি যখন টিভিতে কাজ করেছি— সিরিয়াস, কমেডি, সব ধরনের নাটকই করেছি। এখন যেসব কাজ আমার কাছে আসে, সেগুলোতে আমি খুব বেশি আগ্রহ পাচ্ছি না। এটাই কাজ কমানোর বড় কারণ।’


শুধু কাজের আগ্রহ কমে যাওয়া নয়, মৌটুসী জানিয়েছেন তিনি এখন ক্যারিয়ারেও পরিবর্তন এনেছেন। গ্রামের কৃষিকাজে যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি যুক্ত হয়েছেন ব্র্যাকের ট্যুরিজম উইংয়ের সঙ্গে। তিনি বলেন, ‘আমার হাতে সময় আছে। তাই গ্রামে কিছু কৃষিকাজ দেখাশোনা শুরু করলাম। তারপর যখন ব্র্যাকের ট্যুরিজমে কনসালট্যান্ট হওয়ার অফার পেলাম, মনে হলো এটা আমার ভালো লাগবে। পরিবেশ আর ভ্রমণ— দুইটাতেই আমার আগ্রহ।’

অভিনেত্রীর ভাষ্য, তিনি মাঠে নেমে কৃষিকাজ করেন না, তবে কৃষকদের সঙ্গে সমন্বয় রাখেন। মূলত এটি ছিল তার প্রয়াত বাবার শুরু করা উদ্যোগ; এখন তিনি সেটাই এগিয়ে নিচ্ছেন।

অভিনয়ের পাশাপাশি মৌটুসী এখন ডকুমেন্টারি নির্মাণেও কাজ করছেন। একটি বিশেষ উৎসবকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি তথ্যচিত্র নির্মাণ করছেন তিনি। এতে সময় লাগবে পাঁচ–ছয় বছর। তিনি বলেন, ‘যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা খুবই অনন্য। বাংলাদেশে আর কেউ এটা নিয়ে কাজ করেনি। তাই সময় তো লাগবেই।’


নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন বড় পরিকল্পনার সময় নেই। জীবন এমন জায়গায় এসেছে যে, যা করছি সেটাই মন দিয়ে করতে চাই।’

ব্যক্তিগত জীবন নিয়ে মৌটুসী বলেন, ‘সুখ–অসুখ সম্পূর্ণই ব্যক্তিগত অনুভূতি। সুখী-দুঃখী বলা খুবই সাবজেক্টিভ। নানা মানুষের ঘরে গিয়ে দেখেছি— কারও সামর্থ্য কম, তবু তারা সুখী; আবার কারও অনেক কিছু আছে, তবু মন ভরে না। তাই এসব বিষয় সময়ই বলে দেয়।’

নিজের কাজ, পরিবার, নতুন উদ্যোগ— সব মিলিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন মৌটুসী বিশ্বাস।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন মৌটুসী বিশ্বাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর