Logo

বিনোদন

কোন তারকার কত নম্বর?

সংখ্যা ছোট বা বড়— প্রতিটি সংখ্যাই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠছে প্রতিবাদের কণ্ঠ হয়ে।

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:২৪

কোন তারকার কত নম্বর?

সাদাকালো এক ছবিতে গালে আঁকা মাত্র একটি সংখ্যা—‘৯’। চুপচাপ থাকা সেই সংখ্যাটিই যেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। ফেসবুকে ছবি প্রকাশ করে তিশা লিখেছেন, ‘সংখ্যা থেকে কণ্ঠে— চলুন আমাদের গল্পটা শোনাই। মানুষ হয়তো শুধু একটি ডিজিট লিখে দেখবে, কিন্তু এই সংখ্যার পেছনে আছে আমার সহ্য করা যন্ত্রণা আর ফিরে দাঁড়ানোর শক্তি।’

তিশার এই বার্তা শুধু একটি পোস্টে থেমে থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীরা যে নিত্যদিন অবমাননা, অশালীন মন্তব্য এবং ডিজিটাল সহিংসতার মুখোমুখি হন, সেই বাস্তবতাকে সামনে এনে একে-একেই নিজেদের সংখ্যাগুলো প্রকাশ করতে শুরু করেছেন অনেকে।

নানা সময়ে নানা অসংগতির বিরুদ্ধে সোচ্চার শবনম ফারিয়া। এই অভিনয়শিল্পী মুষ্ঠিবদ্ধ বলিষ্ঠ হাতের তালুতে লিখলেন ‘১০০০’, আর সেই ছবি তুলে ফেসুবকে প্রকাশ করে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরলেন। গতকাল ফেসবুকে নিজের একটি বার্তা শেয়ার করে তিনি বলেন, ‘মানুষ হয়তো শুধু একটা নম্বর দেখবে, কিন্তু আমি জানি এর পেছনে কী কী সহ্য করেছি, কী কী পেরিয়ে এসেছি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো।’

দীর্ঘদিন হয়রানির শিকার হওয়ার পর এবার প্রকাশ্যে ক্ষোভ জানালেন অভিনেত্রী রুনা খান। হাতে লেখা ‘২৪’–এর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এটাই আমার প্রাপ্ত অশালীন মন্তব্যের সংখ্যা। কারও কাছে এটা শুধু ডিজিট, কিন্তু আমার কাছে এটি প্রতিটি দাগ, প্রতিটি সহ্য করা মুহূর্ত।’

অভিনেত্রী মৌসুমী হামিদও যুক্ত হয়েছেন এই আন্দোলনে। তিনি লিখেছেন, ‘উপেক্ষা করে যাও— এই কথাটা অসংখ্যবার শুনেছি। উপেক্ষা করেছি, তবু থামেনি। এই সংখ্যাই আমার প্রতিদিনের লড়াইয়ের শুরু।’

শুধু তিশা, রুনা বা মৌসুমী নন—শিল্পীদের অনেকে নিজেদের গল্প বলছেন সংখ্যার ভাষায়। প্রার্থনা ফারদিন দীঘি জানিয়েছেন তাঁকে তিনবার হয়রানি করা হয়েছে। ভাবনা লিখেছেন—‘৯৯-এর বেশি’। গায়িকা পুতুল জানিয়েছেন তার সংখ্যা ‘৯’। মারিয়া নূর লিখেছেন ‘৭’। নাজিবা বাশার জানিয়েছেন— ‘অসংখ্যবার’। মৌসুমী নাগ লিখেছেন ‘৩১’।

তারকাদের এই সম্মিলিত প্রচারের নাম— ‘My Number & My Rules’। উদ্দেশ্য একটাই— ডিজিটাল সহিংসতা আর নয়, এবার প্রত্যেক নারী নিজের অভিজ্ঞতার সংখ্যা তুলে ধরে জানিয়ে দেবে তার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি। সংখ্যা ছোট বা বড়— প্রতিটি সংখ্যাই একটি গল্প। আর সেই গল্পগুলোই আজ সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠছে প্রতিবাদের কণ্ঠ হয়ে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর