Logo

বিনোদন

কয়েক ঘণ্টার জন্য ১৮ কোটি নিলেন জেনিফার লোপেজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৬:৩১

কয়েক ঘণ্টার জন্য ১৮ কোটি নিলেন জেনিফার লোপেজ

বলিউডি জৌলুস আর হলিউডি আতিশয্যে রঙিন হয়ে উঠেছিল রাজস্থানের উদয়পুর। এক রাতের জন্য এই শহর যেন পরিণত হয়েছিল বিশ্ব তারকাদের মিলনমেলায়। আর সেই জমকালো আয়োজনেই নজর কাড়লেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। নবদম্পতি নেত্রা মানতেনা ও ভামসি গাদিবাজুর বিবাহোত্তর সংবর্ধনায় তার স্টেজ শো এখনো দাপিয়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে আলোচনার শীর্ষে শুধু তার প্রাণবন্ত পারফরম্যান্স নয়— বরং তার পারিশ্রমিকের অঙ্ক। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ৫৬ বছর বয়সী এই গায়িকা মাত্র কয়েক ঘণ্টার পারফরম্যান্সের জন্য পেয়েছেন ২ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি ৮৬ লাখ রুপি, আর বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি।

সন্ধ্যার জমকালো অনুষ্ঠানে জেনিফার পরিবেশন করেন তার জনপ্রিয় গান— ‘ওয়েটিং ফর টুনাইট’, ‘গেট রাইট’সহ আরও কয়েকটি হিট ট্র্যাক। ভাইরাল ভিডিওতে দেখা যায়, উচ্ছ্বসিত দর্শকদের সামনে দুর্দান্ত নাচ-গানে মাতিয়ে দিয়েছেন তিনি। পারফরম্যান্স শেষে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে জেনিফার বলেন, ‘এই বিশেষ দিনে দুই পরিবার এক হোক। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন।’

জেনিফারের পাশাপাশি বিখ্যাত ডিজে টিয়েস্টো, ব্ল্যাক কফি এবং বলিউড তারকা রণবীর সিং, শাহিদ কাপুর, কৃতি স্যানন ও জাহ্নবী কাপুরও পারফর্ম করেছেন এই রাজকীয় আয়োজনে।

উদয়পুরের রাত তাই জমকালো আয়োজন, তারকাখচিত অতিথি আর জেনিফার লোপেজের ‘১৮ কোটি টাকার’ পারফরম্যান্সে হয়ে উঠেছিল অনন্য।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর