Logo

বিনোদন

ক্যান্সার কেড়ে নিল গিটারিস্ট সেলিম হায়দারের প্রাণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৬

ক্যান্সার কেড়ে নিল গিটারিস্ট সেলিম হায়দারের প্রাণ

দেশের খ্যাতিমান গিটারিস্ট ও ব্যান্ড জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার রাতে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের। সেলিম হায়দার ছিলেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

মাসখানেক আগে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধানে ছিলেন। ৩১ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৪ নভেম্বর অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় ফিরলেও, ২৭ নভেম্বর হঠাৎ করে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৮ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা ঢাকার হাতিরপুলের পুকুরপাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বাংলাদেশের ব্যান্ডসংগীতের অগ্রজদের একজন ছিলেন সেলিম হায়দার। লিড গিটারিস্ট হিসেবে ৫১ বছরের দীর্ঘ পথচলায় তিনি বাজিয়েছেন বেজ, রিদম, অ্যাকুস্টিক ড্রামস ও কিবোর্ডও। দেশের প্রায় সব নামী শিল্পীর গানেই গিটার বাজিয়েছেন তিনি। তার সংগীত পরিচালনায় তৈরি হয়েছে ফিডব্যাকের জনপ্রিয় দুটি গান— ‘এই দিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর