Logo

বিনোদন

‘একটা চাদর হবে’র গায়ক জেনস সুমন আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ২১:২৭

‘একটা চাদর হবে’র গায়ক জেনস সুমন আর নেই

বাংলাদেশের সংগীতজগৎ হারাল নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেনস সুমনকে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংগীতশিল্পী কিশোর পলাশ তার মৃত্যুসংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শ্রোতাপ্রিয় এই গায়কের আসল নাম গালীব আহসান মেহদী। নব্বইয়ের দশকে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন।  ১৯৯৭ সালে প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ তাকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর ধারাবাহিকভাবে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ বহু হিট গান উপহার দেন তিনি। এর মধ্যে ‘একটা চাদর হবে’ গানটি তাকে সারা দেশে ব্যাপক পরিচিতি এনে দেয়।

২০০৮ সালে প্রকাশিত হয় তার শেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর তিনি নিয়মিত সংগীতে না থাকলেও শ্রোতাদের মনে তার গান ছিল সমান জনপ্রিয়। 

গায়ক জেনস সুমনের মৃত্যুতে সংগীতশিল্পী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর